ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রীতিমতো বোমা ফাটল। কলঙ্ক লাগল ভারতের বিশ্বকাপ জয়ে। ২০১১ স্বপ্ন হাতে ধরা দিয়েছিল ম্যান ইন ব্লুজদের। বিশ্বকাপ জয় ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্যের একটি। সেই সাফল্যটা কিনে নিয়েছিল ভারত! এমনই দাবি উঠেছে।
অর্জুনা রানাতুঙ্গা যিনি শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও বর্তমানে যোগাযোগমন্ত্রী। তিনি সেই ২০১৭ সালে বলেছিলেন, ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত হওয়া উচিত। পাতানো ম্যাচের অভিযোগ তুলেন তিনি।
বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার তোলা ২৭৪ রান ৬ উইকেট ও ১২ বল হাতে রেখেই টপকে যায় ভারত।
এবার সেই ম্যাচ নিয়ে প্রশ্ন তুললেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথাগমাগে। তিনি বলেন, ‘আজ বলছি আমরা ২০১১ বিশ্বকাপ ফাইনাল বিক্রি করেছি। আমি তখনকার ক্রীড়ামন্ত্রী হয়েও কথাটা বিশ্বাস করি আমি।’
বলা দরকার ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত ক্রীড়ামন্ত্রী ছিলেন আলুথাগমাগে। এখন আছেন নবায়নযোগ্য জ্বালানী মন্ত্রণালয়ে। বোমা ফাটিয়ে তিনি বলেন, ‘সবাই জানেন সেই ২০১১ বিশ্বকাপ ফাইনালে আমরা জয়ের পথেই ছিলাম। কিন্তু ম্যাচটা আমরা বিক্রি করেছি। খেলোয়াড়দের জড়িত করছি না। এই কাজে কিছু জায়গা জড়িত ছিল।’
২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ৬ উইকেটে জিতে। এরপরই অর্জুনা রানাতুঙ্গা ফাইনালটি তদন্তের দাবি তুলেন। তিনি বলেন ‘ সেই ফাইনালে শ্রীলঙ্কার কি হয়েছিল সেটা জানার জন্য তদন্তের প্রয়োজন। আমি আজ সবকিছু প্রকাশ করতে পারছি না। কিন্তু একদিন অবশ্যই করব। এই ফাইনালে শ্রীলঙ্কার হারের অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন।’
ফের সেই নতুন বিতর্ক চাঙ্গা হয়ে উঠল!
Discussion about this post