২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে তেমন সুখবর আসেনি ক্রীড়াঙ্গনে। প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে মোট ১ হাজার ১২২ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বাজেট ধরা হয় মোট ১ হাজার ৪৭৮ কোটি টাকা।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাজেট কমেছে। দেশের যুব ও ক্রীড়া উন্নয়নে বিদায়ী অর্থবছরের থেকে বাজেট কমেছে ৩৫৬ কোটি টাকা। গত ৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে ক্রীড়াঙ্গন।
৩ জুন, বৃহস্পতিবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত সেই বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয় মোট ১১২২ কোটি টাকা।
পরিচালন খাতে গত বছরের থেকে বরাদ্দ কমেছে। পরিচালন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৮২ কোটি টাকা। বিদায়ী বছরে পরিচালন খাতে বরাদ্দ ছিল ১২৪৫ কোটি টাকা। তবে উন্নয়ন খাতে বেড়েছে বরাদ্দ। পরিচালন খাতে বাজেট কমিয়ে উন্নয়ন খাতে বাজেট ধরা হয়েছে ২৮০ কোটি টাকা।
গত ৫ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে ক্রীড়াঙ্গন। ২০২০-২১ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ধরা হয় ১৪৭৮ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৪৮৫ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ১৪ লাখ টাকা ও ২০১৭-১৮ অর্থবছরে বাজেট প্রস্তাব করা হয় ১ হাজার ৩৮৭ কোটি ১৫ লাখ টাকা।
Discussion about this post