অস্ট্রেলিয়ার মাঠে রান তোলাটা সহজ নয়। বিশেষ করে সফরকারী দলের জন্য বড় স্কোর সোনার হরিনেরই মতো। সেখানে ডাবল সেঞ্চুরি তো স্বপ্নের মতোই ব্যাপার। বুধবার সেটাই করে দেখালেন আজহার আলি। পাকিস্তানের এই ব্যাটসম্যান মেলবোর্নে রীতিমতো ইতিহাস গড়লেন।
ইতিহাস জানাচ্ছে- অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কোন পাকিস্তানির সর্বোচ্চ রানের রেকর্ডটি হয় ১৯৭২ সালে। ১৫৮ রান করেন মাজিদ খান। সেই রেকর্ড এরপর টপকে যেতে পারেন নি কোন পাকিস্তানি ব্যাটসম্যান। বুধবার মেলবোর্ন টেস্টে ডাবল সেঞ্চুরি নতুন ইতিহাস গড়লেন আজহার আলি।
তার ব্যাট থেকে আসে ২০৫ রান। আর টেস্টে অজিদের বিপক্ষে ৯ উইকেটে ৪৪৩ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২৭৮ রান করেছে স্বাগতিক দল।
তবে আলোচনায় ছিলেন আজহারই। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ফর্মে থাকা এই ব্যাটসম্যান ২০১৬ সালে টেস্ট করেছেন ১ হাজারের বেশি রান।
Discussion about this post