সময়টা যেন কিছুতেই ভাল যাচ্ছে না সাকিব আল হাসানের। কিছুতেই কিছু হচ্ছে না! দুঃসময় শুরু ওয়ানডে বিশ্বকাপেই। এরপর তো ইনজুরি পিছু নিয়েছে। তারই প্রভাব পড়ল আইসিসি ওয়ানডে র্যাংকিংয়েও। প্রায় ৫ বছর পর আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের রাজত্ব হারালেন সাকিব। বাংলাদেশের তারকাকে টপকে নাম্বার ওয়ান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
১৭৩৯ দিন ধরে রেখেছিলেন নাম্বার ওয়ানের শ্রেষ্টত্ব। তা হারালেন। বর্তমান র্যাংকিংয়ে ৩১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন নবী। তার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে সাকিব ৩১০ পয়েন্ট নিয়ে দুইয়ে। তালিকায় তিন নম্বরে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ২৮৮ রেটিং পয়েন্ট তার।
সাকিবকে পেছনে ফেলে আরও একটি রেকর্ড গড়লেন নবী। সবচেয়ে বেশি বয়সী (৩৯ বছর ১ মাস) অলরাউন্ডার হিসেবে উঠলেন শীর্ষে। ৩৮ বছর আট মাস বয়সে শীর্ষে উঠেন এর আগে শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, ২০১৫ সালের জুনে।
এখানে সাকিবের আর শীর্ষে ওঠা হচ্ছে না । কেননা কদিন পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।
এই ফরম্যাটে রশিদ খানকে সরিয়ে ২০১৯ সালের ৭ মে অলরাউন্ডার র্যাংকিংয়ে নাম্বার ওয়ান হন সাকিব। এরপর পেরিয়ে গেছে দিনের হিসাবে ১৭৩৯ চলল রাজত্ব!
Discussion about this post