ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মনে হচ্ছিল বিশ্বকাপে বুঝি অভিষেকই হবে না তার। সুযোগটা পাবেনই বা কী করে। দিনেশ কার্তিকের ক্রিকেট ক্যারিয়ার যে এগিয়েছে ভুল সময়ে। মহেন্দ্র সিং ধোনির রাজত্বে তার মতো আরেকজন উইকেটকিপার-ব্যাটসম্যানকে দলে রাখা কঠিন। তবে এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে থাকলেন দলে।
মঙ্গলবার শেষ হয়েছে তার ১৫ বছরের প্রতীক্ষা। ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক ২০০৪ সালে। তারপর ভারত খেলেছে তিনটি বিশ্বকাপ। তারপরও দিনেশ কার্তিকের ভাগ্য খুলেনি। অভিষেক হয়নি ওয়ানডে ক্রিকেটের সেরা টুর্নামেন্টে। মঙ্গলবার এজবাস্টনে বিশ্বকাপে অভিষেক হল কার্তিকের।
৩৪ বছর বয়সী এই ক্রিকেটার খেলছেন দল থেকে বাদ পড়া কেদার যাদবের জায়গায়। ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে কচ্ছপ গতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত হচ্ছিলেন কেদার। এবার বাদই পড়ে গেলেন।
২০০৭ বিশ্বকাপ দলে ডাক পেয়েছিলেন কার্তিক। দুর্ভাগ্য- সেবার ভারতের সেরা একাদশে তার জায়গা হয়নি। রাউন্ড-রবিন লিগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয় ভারত। এর পরের দুই বিশ্বকাপ দলে ডাকই পাননি কার্তিক। বিশ্বকাপ দলে ডাক পাওয়ার ১২ বছর পর তার অপেক্ষা শেষ হয়েছে।
মঙ্গলবার কার্তিকের দলে অন্তর্ভূক্তি মানে তিনজন উইকেটরক্ষক নিয়ে মাঠে নেমেছে ভারত। দলে আছেন মহেন্দ্র সিং ধোনি ও রিশব পান্থ।
Discussion about this post