অবশেষে ভারতের সঙ্গে সিরিজ খেলার সুযোগ মিলছে। এইতো আগামী মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। সোমবার সিরিজের ম্যাচগুলোর সুচীও ঘোষিত হল। আগামী ১৫, ১৭ ও ১৯ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।
অবশ্য সেখানে ভারতের মুল দলটি না আসার ব্যাপারটিও নিশ্চিত। দলে থাকবেন না অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি।
ভারতের সঙ্গে তিন ম্যাচের ওই সিরিজে বাংলাদেশ খেলবে স্থানীয় একজন কোচের অধীনে। সারোয়ার ইমরানই হতে পারেন অন্তবর্তীকালিন কোচ!
Discussion about this post