ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সামনে ব্যস্ত সূচি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। জুনের ২৮ তারিখ থেকে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। তারপরই নেদারল্যান্ডসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। এই দুই লড়াইয়ের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে ২৪ জুন দেশ ছাড়বে টাইগ্রেসরা। ২৮ জুন সিরিজের প্রথম ম্যাচ। পরেরটি ২৯ জুন। তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত ১ জুলাই। সিরিজ শেষে আয়ারল্যান্ড থেকেই বিশ্বকাপ বাছাই খেলতে নেদারল্যান্ডস যাবে নারী দল। এশিয়া কাপ জিতে আসায় বাড়তি আত্মবিশ্বাস থাকছে সালমা খাতুনদের।
বাংলাদেশ নারী দল: রুমানা আহমেদ, সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা ও জাহানারা আলম।
স্ট্যান্ডবাই: জান্নাতুল ফেরদৌস সুমনা, সুরাইয়া আজমীম ছন্দা, মুর্শিদা খাতুন ও লতা মন্ডল।
Discussion about this post