ক্রিকবিডি২৪,কম রিপোর্ট
সব জল্পনা-কল্পনার অবসান হল শনিবার সকালে। দীর্ঘ ১৪ বছর পর এদিন পাকিস্তান সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে দল। এবার স্বাগতিকদের বিপক্ষে প্রোটিয়ারা খেলবে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।
শনিবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পৌঁছায় করাচিতে। আপাতত সফরকারীরা থাকবেন ৭ দিনের স্বেচ্ছা আইসোলেশনে। দেশ ছাড়ার আগে তাদের যে দুটি কোভিট টেস্ট হয়েছিল তার রেজাল্ট পাওয়ার পরই প্রোটিয়ারা করাচিতে শুরু করবে অনুশীলন। এদিকে মূল লড়াইয়ের আগে আরও একবার সফরকারীদের বসতে হবে কোভিট-১৯ টেস্টে।
দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর শুরু হবে আগামী ২৬ জানুয়ারি থেকে টেস্ট দিয়ে। ম্যাচ দুইটি হবে করাচি ও রাওয়ালপিন্ডিতে। পরে টি-টোয়েন্টি সিরিজ হবে লাহোরে, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।
এরআগে ২০০৭ সালে সবশেষবার পাকিস্তান সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সে সময় দলটি খেলেছিল ৫ ম্যাচের ওয়ানেডে ও একটি টেস্ট। এবার অবশ্য ওয়ানডে নেই। আছে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।
Discussion about this post