বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল আবার ফিরছেন জাতীয় দলের ড্রেসিংরুমে, তবে এবার নতুন ভূমিকায়। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর নানা উত্থান-পতনের পথ পেরিয়ে তিনি এখন কোচ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক এই তারকা ব্যাটার।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল জানিয়েছেন, দীর্ঘদিন পর জাতীয় দলের পরিবেশে ফিরতে পারাটা তার জন্য আবেগঘন ও অনুপ্রেরণামূলক। তিনি বলেন, ‘এই দলটার ড্রেসিংরুমে আমার আবার ঢোকা হবে ভেবে ভালো লাগছে। ১৩ বছর একজন খেলোয়াড় হিসেবে এই ড্রেসিংরুমে ছিলাম। অনেক কোচের অধীনে খেলেছি-সেই অভিজ্ঞতাই এখন অন্য প্লেয়ারদের সঙ্গে শেয়ার করব। এটা দারুণ অনুভূতি।’
খেলোয়াড় জীবনে আশরাফুল ছিলেন স্বভাবতই আগ্রাসী ও প্রতিভাবান ব্যাটার। তবে কোচ হিসেবে তার দর্শন কিছুটা আলাদা। তিনি বুঝতে পেরেছেন, দ্রুত কিছু বদলানো সম্ভব নয়। তাই টেকনিক্যাল দিকের চেয়ে মানসিক দৃঢ়তার উন্নতিতেই জোর দিচ্ছেন তিনি।
আশরাফুল বলেন, ‘ক্রিকেটে টেকনিক্যাল দিক ছাড়াও মানসিক পরিপক্বতার অনেক দরকার আছে। আমি প্লেয়ারদের সঙ্গে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আপনার মাইন্ড ক্লিয়ার থাকলে ব্যাটিং বা অন্যান্য পারফরম্যান্সও ভালো থাকবে। আমি এই দিকটার উপর জোর দেব।’
ফিক্সিং কেলেঙ্কারির পর নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরে আসা আশরাফুলের জীবনের এই নতুন অধ্যায় তাই অনেকটাই আত্মপ্রত্যয়ের গল্প। একসময় যে ড্রেসিংরুমে সতীর্থ হিসেবে কাটিয়েছেন, সেখানে এবার তরুণদের মানসিক দিক থেকে গড়ে তোলার দায়িত্ব তার কাঁধে।
বাংলাদেশ দলের অনেক তরুণ খেলোয়াড়ের কাছে তিনি অনুপ্রেরণার প্রতীক। আর আশরাফুলের নিজের কথায়, ‘আমি চাই, তারা যেন নিজেদের বিশ্বাস করতে শেখে। আত্মবিশ্বাসই বড় পার্থক্য গড়ে দেয় ক্রিকেটে।’








Discussion about this post