মিরপুর শেরেবাংলার ফ্লাডলাইট তখন জ্বলে উঠেছে। ঠিক তখনই রোববার মাগরিবের নামাজ সেরে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। যেন রাজ্য জয়ের তৃপ্তি চোখে-মুখে। এমনটাই তো স্বাভাবিক। একটু আগেই যে তার হাত ধরে রচিত হয়েছে নতুন এক ইতিহাস।
দুই ম্যাচ টেস্ট সিরিজে একের পর এক কীর্তি গড়েছেন মেহেদী হাসান মিরাজ। ঢাকা টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে ১৩০ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভাঙ্গেন তিনি। অভিষেকের পর দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি গড়লেন তরুণ উদীয়মান ক্রিকেটার। নিলেন ১৯ উইকেট।
অভিষেকের পর প্রথম দুই ম্যাচ টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড এতদিন ছিল অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি পেসার জন জেমস প্যারিসের দখলে। ১৮৮৬ সালে এ রেকর্ড গড়েন তিনি। ১৩০ বছর পর সেই রেকর্ড ভাঙ্গলেন মিরাজ।
সতীর্থদের অভিনন্দনেও সিক্ত হলেন মিরাজ। এনিয়ে ঢাকা টেস্ট ও সিরিজ সেরা ক্রিকেটার বলেন, ‘মুশফিক ভাই, সাকিব ভাই তামিম ভাই তারা দারুণ সমর্থন করেছে। আমি যে প্রথম জাতীয় দলে খেলছি আমার কাছে মনেই হয়নি। আমার মনে হয়েছে আমি অনেক দিন থেকেই জাতীয় দলে খেলছি। আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি জাতীয় দলে নতুন ঢুকেছি।’
মুশফিকও বললেন মিরাজ অনেক দূর যাবে।









Discussion about this post