১২ বছর আগের কার্ডিফের স্মৃতি যেন ফিরে এল। সেবার কল্পনাকেও হার মানিয়ে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এবার স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিউজিল্যান্ড বধ!
৩৩ রানে ৪ উইকেট নেই। সেখানে দাঁড়িয়ে ২২৪ রানের রেকর্ড জুটি গড়লেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তারপরই পথ ধরে মঞ্চস্থ হল আরেক রূপকথা। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে কল্পনাকেও হার মানানো এক জয়। ৫ উইকেটের জয়ে টিকে আছে সেমিফাইনাল স্বপ্ন।
সেঞ্চুরি এসেছে সাকিব-রিয়াদ দুজনের ব্যাটেই। তারা গড়েন রেকর্ড জুটি। ওয়ানডে দেশের প্রথম দুইশ রানের জুটি। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটি দ্বিতীয় সেরা জুটি।
এর আগে ওয়ানডেতে টাইগারদের আগের সবচেয়ে বড় জুটি ছিল তৃতীয় উইকেটে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ১৭৮ রানের জুটি গড়েন তামিম ইকবাল ও মুশফিকুর রহীম।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৬৫/৮(গাপটিল ৩৩, রনকি ১৬, উইলিয়ামসন ৫৭, টেলর ৬৩, ব্রুম ৩৬, নিশাম ২৩, অ্যান্ডারসন ০, স্যান্টনার ১৪*, মিল্ন ৭, সাউদি ১০*; মাশরাফি ০/৪৫, মুস্তাফিজ ১/৫২, তাসকিন ২/৪৩, রুবেল ১/৬০, সাকিব ০/৫২, মোসাদ্দেক ৩/১৩)।
বাংলাদেশ: ৪৭.২ ওভারে ২৬৮/৫ (তামিম ০, সৌম্য ৩, সাব্বির ৮, মুশফিক ১৪, সাকিব ১১৪, মাহমুদউল্লাহ ১০২*, মোসাদ্দেক ৭*; সাউদি ৩/৪৫, বোল্ট ১/৪৮, মিল্ন ১/৫৮, নিশাম ০/৩০, স্যান্টনার ০/৪৭, অ্যান্ডারসন ০/১৯, উইলিয়ামসন ০/১৯)।
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post