আরো এক দফা পিছিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর নতুন তারিখ ঘোষণা করা হল। আগামী ১১ নভেম্বর শুরু হচ্ছে দেশের সেরা ওয়ানডে টুর্নামেন্ট। এক বিজ্ঞপ্তিতে ক্রিকেটে কমিটি অব ঢাকা মেট্রোপলিস ( সিসিডিএম) জানিয়েছে ১২ দলের এই লড়াই প্রতি দিন তিন ভেন্যুতে তিনটি করে ম্যাচ হবে।
প্রথম দিন ১১ নভেম্বর মিরপুরে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জ (গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স) লড়বে ওল্ড ডিওএইচএসের।
বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্র। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লড়বে পারটেক্সের সঙ্গে।
পরের দিন মিরপুরের শেরে বাংলায় দুই চির প্রতিদ্ধন্দী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং আবাহনী লিমিটেডের লড়াই। ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচ। আর বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমি খেলবে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে।
সিসিডিএম জানিয়েছে, প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা হবে ১৪ ও ১৫ নভেম্বর। তৃতীয় রাউন্ড ১৭ ও ১৮ নভেম্বর।
Discussion about this post