গ্লোবাল সুপার লিগে দাপুটে পারফরম্যান্সে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তিন ম্যাচে টানা তিন জয়ে ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে দল হিসেবে প্রমাণ করেছে তাদের ধারাবাহিকতা ও শক্তিমত্তা। তবে শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় অপরাজিত থেকে টুর্নামেন্টের শেষ চারে পা রেখেছে তারা।
প্রথম তিন ম্যাচে রংপুর রাইডার্সের ছিল চোখধাঁধানো পারফরম্যান্স। প্রথম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারায়। দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্সকে হারায় ১ রানে। আর তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে হারায় ৮ রানে।
এই তিন জয়ের পরই ফাইনাল নিশ্চিত হয়। এমন পারফরম্যান্সে ম্যানেজমেন্টের পক্ষ থেকে ঘোষণা আসে ১০ হাজার ডলার বোনাসের। ফেসবুকে প্রকাশিত ভিডিওবার্তায় দলের অন্যতম প্রতিনিধি সেহজাদ আকবর সোবহান বলেন, ‘সবাই অসাধারণ খেলেছেন। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আমরা জয় পেয়েছি। রংপুর ম্যানেজমেন্ট থেকে দলকে ১০ হাজার ডলার বোনাস দিতে চাই।’ সিইও ইশতিয়াক সাদেক জানান, ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় আরও বিশেষ বোনাস দেওয়া হবে।
শেষ ম্যাচে রংপুর রাইডার্স মুখোমুখি হয় সেন্ট্রাল ডিসট্রিক্টসের। কিন্তু সেই ম্যাচে একেবারেই ব্যর্থ হয় রংপুরের ব্যাটিং লাইনআপ। সৌম্য সরকার ১ রানে ফিরলে শুরু হয় ধস।
মাত্র ১৩.৫ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায় দল। কেবল সাইফ হাসান ও মাহিদুল ইসলামই রান পান-দুজনেই করেন ২৫ করে।
তবে ভাগ্য রক্ষা করে বৃষ্টি। বিরতিতে নামে বৃষ্টি, ফলে সেন্ট্রাল ডিসট্রিক্টস ব্যাটিংয়ে নামতে না পারায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আগামীকাল শনিবার, ভোর ৫টা (বাংলাদেশ সময়) শুরু হবে জিএসএল ফাইনাল। রংপুর রাইডার্স মুখোমুখি হবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রংপুর।
Discussion about this post