ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেক দিন পর বাংলাদেশের ব্যাটসম্যানরা স্বপ্নের মতো ব্যাট করছিলেন টেস্ট ক্রিকেটে। দারুণ লড়ছিলেন তামিম ইকবাল। অনেকটা ওয়ানডে স্টাইলে খেলছিলেন তিনি। শতরানের সুবাসও পাচ্ছিলেন। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থেকে সর্বনাশ।
অফ স্ট্যাম্পের অনেক বাইরে বল করেন বিশ্ব ফার্নান্দো। লাফিয়ে উঠা সেই বল তামিম তাড়া করে বসেন। ব্যাটে-বলে ঠিকঠাক হলো না, প্রথম স্লিপে জমা পড়ল ক্যাচ। আক্ষেপ নিয়েই বুধবার ফিরলেন তামিম। ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি পাবো পেলাম করেও পেলেন না এই ওপেনার।
১০১ বলে ৯০ রান করে বিশ্ব ফার্নান্দোর বলে থিরামান্নের হাতে ক্যাচ তুলে ফেরেন সাজঘরে। তবে দলকে ভাল একটা পুঁজি গড়ার পথটা ঠিকই করে দিলেন তামিম। ওপেনার তামিম ও তিনে নামা নাজমুল হোসেন শান্তর সৌজন্যে পাল্লেকেলে টেস্টের প্রথম সেশনে দাপট দেখায় বাংলাদেশ। সবুজাভ উইকেটে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে লাঞ্চ বিরতিতে গেছে ২৭ ওভারে ১ উইকেটে ১০৬ রান। এরপর তামিমের মতোই অর্ধশতক তুলেন নাজমুল শান্ত।
তামিম হাফসেঞ্চুরি তুলেন ৫২ বলে। অনেকটা ওয়ানডে স্টাইলে মেরে খেলেন তিনি। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। মনে হচ্ছিল দেখা পাবেন তিন অঙ্কের। তামিম সর্বশেষেসেঞ্চুরি করেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু আক্ষেপই থাকলে। ১০১ বলে এসে থামলেন। তার ইনিংসে ছিল ১৫টি চার।
২০১৭ সালে জাতীয় দলে অভিষেক নাজমুল হোসেন শান্তর। টেস্ট ফরম্যাট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে হতাশা উপহার দিয়েছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান। এবার ১০ ইনিংস পর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটির দেখা পেলেন তিনি। তাদের ব্যাটে চা বিরতির আগেই দল দেড়শ ছাড়ানো স্কোর পেয়েছে।
এদিকে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘাসের উইকেটে টস ভাগ্য থাকল বাংলাদেশের পক্ষে। আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
এরমধ্যে দলেও এসেছে পরিবর্তন। বলা হচ্ছিল মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত থাকবেন। কিন্তু আউট মিঠুন।
Discussion about this post