ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০২০ সালেই বিশ্ব মেতে উঠতে পারতো নতুন ফরম্যাটের ক্রিকেটে। কিন্তু ইংল্যান্ডে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দা হান্ড্রেড’ করোনাভাইরাসের কারণে শুরু করা যায়নি। সেই টুর্নামেন্টের ধারণা থেবেই এবার ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহে।
এই আয়োজনে দেখা যাবে জাতীয় তারকা ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে।
ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। যার নাম-ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)।
সামনের ২১ ডিসেম্বর শুরু ৫ দিনের এই টুর্নামেন্ট। দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল সরাসরি দেখাবে দেশের প্রথম ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস। ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ মাঠে সবগুলো ম্যাচ।
যেখানে খেলবেন ময়মনসিংহের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, রকিবুল হাসান, আব্দুল মজিদ ছাড়াও নাসির হোসেন, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইলিয়াস সানি, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনরা।
৬টি দল অংশ নেবে লড়াইয়ে। যারা হলো ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ থান্ডার, ময়মনসিংহ সিক্সার্স, ময়মনসিংহ টাইগার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ ঈগলস।
করনোর শঙ্কা থাকলেও জৈব-সুরক্ষা বলয়ে হচ্ছে না এই লড়াই। তবে ক্রিকেটারদের সাবধান থাকার কথা আগেই বলে দিয়েছে বিসিবি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, ‘এই ধরনের টুর্নামেন্টে ওদের খেলার কথা আমি জানতাম না। দেশের ভেতরের টুর্নামেন্টে তো আসলে অনাপত্তিপত্র নেওয়ার দরকার নেই। তবে ঝুঁকি তো অনেক থাকছেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এরকম ঝুঁকি কোনোভাবেই নেওয়া ঠিক হবে না। ‘
কে কোন দলে-
ময়মনসিংহ রাইডার্স
মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন, উত্তম কুমার, ফাহিম (উইকেটরক্ষক), রনি, এ কে এস স্বাধীন, ইমন, আসিফ পাঠান, দিগন্ত, আতা, মেহেদী, মুনির, কায়সার, আসিফ ও সামি।
ময়মনসিংহ সিক্সার্স
নাসির হোসাইন, তানজীদ হোসাইন, মুনির শাহরীয়ার, প্রিন্স, সান, ইমু, মাহিন, রনি। সাগর, শিবলু, অজয়, নিঝুম, আনন্দ, হৃদয় ও অর্ক।
ময়মনসিংহ থান্ডার
শুভাগত হোম, তৌহিদ হৃদয়, আব্দুল মজিদ, স্বামী, আশিক, সাকিব, তৌহীদ, টিটু, আফজাল, জিমি, শাওন, অনিক, নোবেল, অর্ক ও কৃষ্ণ।
ময়মনসিংহ টাইগার্স
মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, রাউহান আনাস, সিজার, সানি, নাঈমুর, সাকিল, লিংকন, মিঠু, রবিন, পাভেল, রুবেল, আতিক, সাকিন ও রাকিব।
ময়মনসিংহ ওয়ারিয়র্স
আকবর আলী, আরাফাত সানী, মুজাহিদুল ইসলাম, মাজেদ, লিয়ন, বাবু, সাদ, সাগর, রায়হান, আশিক, আরাফাত। আরমান, সঞ্চয়, অয়ন ও মাহিম।
ময়মনসিংহ রাইডার্স
মাহমুদউল্লাহ রিয়াদ, ইলিয়াস সানি, আবির আকাশ, মুন, তানভীর, সাকিব, সিয়াম, রাকিব, তৌফিক, সাজ্জাদ, বিপুল, নাঈম, শাওন ও প্রণয়।
Discussion about this post