এখন ঐতিহাসিক শততম টেস্ট খেলা নিয়ে ব্যস্ত বাংলাদেশ। সেই ২০০০ সালে টেস্টের অভিজাত অঙ্গনে পথচলা শুরু টাইগারদের। এরপর গত ১৬ বছরের বেশি সময়ে মোট ৮৫ জন ক্রিকেটার বাংলাদেশের টেস্ট ক্যাপ পেয়েছেন। গত বুধবার কলম্বোর পি সারা ওভালে আরেকজনের নাম যোগ হয়। মোসাদ্দেক হোসেন সৈকত ৮৬তম টেস্ট ক্রিকেটার হয়েছেন।
স্মরণীয় টেস্টে এসে অভিষেক ২১ বছর বয়সী অলরাউন্ডারের। এর আগে ৮টি ওয়ানডে ও ৪টি টি-টুয়েন্টি খেলেছেন তিনি।
অভিষেক টেস্টে সংগত কারণেই ১১ জনের মাথায় উঠে টেস্ট ক্যাপ। তারা হলেন- শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, আল শাহরিয়ার রোকন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত এবং বিকাশ রঞ্জন দাস।
প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ টেস্ট খেলার রেকর্ড গড়েছিলেন হাবিবুল বাশার সুমন। তবে পি সারাতে ৫৪তম টেস্টে খেলতে নেমেছেন মুশফিকুর রহীম। সাকিব আল হাসান ও তামিম ইকবাল ৪৯তম টেস্ট খেলছেন। এছাড়া খালেদ মাসুদ পাইলট ৪৪টি, মোহাম্মদ রফিক ৪৪টি, জাভেদ ওমর বেলিম ৪০টি টেস্ট খেলেছেন।
Discussion about this post