ইতিহাসের এক অনন্য দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মহাতারকা মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামলেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন এই উইকেটরক্ষক–ব্যাটার। দেশের জার্সিতে দুই দশকের বেশি সময়ের নিরলস পরিশ্রম, শৃঙ্খলা এবং ধারাবাহিকতার এমন ফসল ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবেই।
মাইলফলকের এই মুহূর্তের আগের দিনই মুশফিককে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ, বন্ধু ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দুজনের যাত্রা শুরু অনূর্ধ্ব-১৫ দলের সেই ছোটবেলা থেকে। বয়সভিত্তিক ক্রিকেটের ডাগআউট, একই রুমে থাকা, একসঙ্গে বেড়ে ওঠা, সবকিছুর সাক্ষী এই দুই ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটেও রানসংগ্রহে দুজনেই বাংলাদেশের শীর্ষ দুই ব্যাটার। তিন সংস্করণ মিলিয়ে ১৫,৬৪৬ রান নিয়ে মুশফিক আছেন এক নম্বরে, ১৫,১৯২ রান তামিমের ঠিক পেছনে। টেস্টেও একই চিত্র-মুশফিক শীর্ষে, তামিম দ্বিতীয়। শুধু ওয়ানডেতে উল্টো; সেখানে তামিম শীর্ষে, মুশফিক দুইয়ে।
এত দিনের পথচলার সঙ্গীকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন এক হৃদয়ছোঁয়া বার্তা, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো একসময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু। তবে আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরও অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’
মুশফিকের টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলার প্রত্যাশা তামিম আগেই জানিয়ে রেখেছিলেন। চলতি বছরের মার্চে মুশফিক ওয়ানডে থেকে অবসর ঘোষণার পর তামিম এক ভিডিও বার্তায় বলেছিলেনন, ‘এখনো তুই একটি সংস্করণে খেলবি, টেস্ট সংস্করণ। আমি সত্যিই আশা করি ও প্রার্থনা করি, তুই ভালো কর। অন্তত ১০০টি টেস্ট খেল, যেটা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলে নাই। আমি এটা আশা করব, ১০০তম টেস্ট অবশ্যই খেলবি।’
শুধু তামিমই নয়, মুশফিকের এই মহামাইলফলকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ও বর্তমান সতীর্থরা, কোচ, সাপোর্ট স্টাফ এবং দেশের অগণিত সমর্থক। তাদের অন্যতম সাবেক দলীয় অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের ড্রেসিংরুমের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা এই ভারতীয় অ্যানালিস্ট বর্তমানে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজিতে কাজ করছেন। তিনি লিখেছেন, ‘মুশি ভাই! ১০০ টেস্ট। অবিশ্বাস্য এক মাইলস্টোন। পরিশ্রম, কঠোরতা ও শৃঙ্খলা-এ সবকিছুর মধ্য দিয়ে এগিয়ে গর্বের সঙ্গে বয়ে চলছ বাংলাদেশ ক্রিকেটকে। দেশের প্রথম হওয়ায় এটা আরও আইকনিক হয়ে উঠেছে। এগিয়ে যাও চ্যাম্প! তুমি চারপাশে সবার প্রেরণা। বিশেষ এই দিনে সেখানে থাকতে পারলে ভালো লাগত। অবিস্মরণীয় করে তোলো।’










Discussion about this post