এবার টেস্ট মিশন। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলায় শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।
রোববারএক বিবৃতি দিয়ে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। আগেই জানা গেছে-আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে বিসিবি। টেস্টেও থাকছে এই ধারাবাহিকতা। রোববার থেকেই অনলাইনে টিকিট কেনা যাবে। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে।
অনলাইন থেকে টিকিট কেনার পর একটি নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ দেওয়া হবে। সেই কোড আর জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে। মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। ম্যাচের দিনও একই সময়ে টিকিট পাওয়া যাবে।
টেস্ট ম্যাচ দেখতে সর্বনিম্ন ১০০ টাকায় স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট কেনা যাবে। ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ও নর্থ-সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা।
Discussion about this post