ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে কিছুতেই জয়ের দেখা মিলছে না! ব্যাটসম্যানরা যেভাবে ব্যর্থতার বৃত্তে বন্ধী এরপর জয় আসবেই কী করে। শ্রীলঙ্কার সঙ্গে বোলাররা জয়ের ভিত গড়ে দিলেও যারপরনাই ব্যর্থ ব্যাটাররা। আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে আরেকটি ম্যাচে হার মানল নারী দল। ‘এ’ গ্রুপে টানা তিনটি ম্যাচ হারল তারা। একইসঙ্গে গ্রুপ পর্ব শেষেই বিদায়টা নিশ্চিত হয়ে গেল সালমা খাতুনদের।
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে লঙ্কানদের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার টস ভাগ্য অবশ্য সালমা খাতুদের পক্ষেই ছিল। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ৯৭ রান। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭২ রানের আটকে যায় বাংলাদেশ দল।
আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছিল মেয়েরা। বৃহস্পতিবার টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। কিন্তু সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বিদায়টা নিশ্চিত হল লাল-সবুজের প্রতিনিধিদের।
অথচ বল হাতে দাপটই ছিল মেয়েদের। শ্রীলঙ্কাকে ৯ ওভারে ৩ উইকেটে ৩০ রানর বেশি তুলতে দেয়নি। তারপর অবশ্য দৃশ্যপট পাল্টে দেন শশীকলা সিরিবর্ধনে। ৩৩ বলে ৩১ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন।
জাহানারা ৩ উইকেট নেন ২১ রানে। একটি করে উইকেট পেয়েছেন খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ আর ফাহিমা খাতুন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলে সানজিদা আলম ফিরে যান। আর শুরু হয়ে উইকেট আসা-যাওয়ার সেই মিছিল। ইনিংসের চতুর্থ বলে আউট ফারজানা হক। এরপর আয়েশা রহমান তুলেন ২১ বলে ১১ রান। নিগার সুলতানা ৪১ বলে ২০ রান। অন্যরা ব্যর্থ।
শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে ১০ রানে ২ উইকেট নেন স্পিনার শশীকলা। ব্যাটে-বলে নৈপুন্যে ম্যাচসেরা তিনিই।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ১৮ নভেম্বর লড়বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ৯৭/৭ (শশীকলা ৩১, মানোদারা ১৬, আতাপাত্তু ১২, নিলাকাশি ১২; জাহানারা ৩/২১, কুবরা ১/১৫, রুমানা ১/২৬, ফাহিমা ১/১৬)।
বাংলাদেশ: ২০ ওভারে ৭২/১০ (সানজিদা ০, আয়েশা ১১, ফারজানা ০, নিগার ২০, রুমানা ১, শামিমা ৫, লতা ৫, জাহানারা ১, সালমা ৬, ফাহিমা ২, রিতু ১১, কুবরা ৪*; আতাপাত্তু ৩/১৭, উদেশিকা ২/৬, শশীকলা ২/১০, ইনোশি ১/১৭, ওশাদি ১/৯)।
ফল: শ্রীলঙ্কা ২৫ রানে জয়ী
ম্যাচসেরা: শশীকলা সিরিবর্ধনে
Discussion about this post