প্রিমিয়ার ক্রিকেট লিগের সোমবারের ম্যাচে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ, শেখ জামাল এবং প্রাইম দোলেশ্বর।
একেই বলে চ্যাম্পিয়ন। তিন ম্যাচ খেলে তিনটিতেই জয়। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়টাকে অভ্যাসে পরিনত করেছে তারা। লিজেন্ডস অব রূপগঞ্জ (এলআর) এবারের লিগে একমাত্র অপরাজিত দল। তাইতো পয়েন্ট তালিকারও শীষে তারা।
সোমবার মিরপুর শেরে বাংলায় কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নিল লিজেন্ডস অব রূপগঞ্জ। দলের দুই সেরা তারকা তামিম-সাকিবকে ছাড়াই লিগের প্রথম তিন ম্যাচে জয়।
এদিন প্রথমে ব্যাট করতে নেনে কলাবাগান ক্রীড়া চক্র অলআউট হয়ে যায় ২০৫ রানে। শামসুর রহমান ৭৭ রান করেন।
লিজেন্ডস অব রূপগঞ্জ সেই রান ৪৭.৩ ওভারে টপকে যায়। জুনায়েদ সিদ্দিকী করেন ৫১। মোশাররফ রুবেল ৪৫।
লিজেন্ডস অব রূপগঞ্জ এখন ২১ নভেম্বর মুখোমুখি হবে আবাহনীর।
সংক্ষিপ্ত স্কোর-
কলাবাগান কেসি : ৪৮.২ ওভারে ২০৫/১০ (শামসুর ৭৭, তাসামুল ২৭, জুপিটার ২৪; শহীদ ৩/৩৪, মোশাররফ রুবেল ৩/৪৫)।
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৪৭.৩ ওভারে ২০৮/৩ (জুনায়েদ ৫১, মোশাররফ রুবেল ৪৫, কাপালি ৫১*, জায়েদি ৪৬*; শাহাদাত ২/৩৯)।
ফল : লিজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী।
আবাহনীর হার
ফতুল্লায় শেখ জামাল মুখোমুখি হয় আবাহনীর। টস জিতে শেখ জামালের অধিনায়ক তুষার ইমরান ব্যাটিং নেন। তারা ৫০ ওভারে তুলে ৯ উইকেট হারিয়ে ২১৯ রান। জবাব দিতে নেমে আবাহনী নির্ধারিত ওভারে অলআউট হয়ে তুলে ২১৩ রান। শেখ জামাল জিতে ৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল : ৫০ ওভারে ২১৯/৯ (ডাওসন ৬৪, অমিত মজুমদার ৪৮, মাইশুকুর ৩৩; নাজমুল অপু ৩/২৯, নাসির ২/৫৩, জিয়াউর ২/৩০, সাকলাইস সজীব ২/৪৪)।
আবাহনী : ৫০ ওভারে ২১৩/১০ (রকিবুল ৮৩, লিটন ৩৪; সাজু ৩/৩৫, নাহিদুল ২/৩৫, সোহাগ ২/৩৪, ডাওসন ২/৩৪)।
ফল : শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৬ রানে জয়ী।
জিতল প্রাইম দোলেশ্বর
বিকেএসপিতে সোমবার ভিক্টোরিয়ার বিপক্ষে ৬ উইকেটে জিতেছে প্রাইম দোলেশ্বর। ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া তুলে ঠিক ২০০ রান। সেই সংগ্রহ ৪ উইকেট হারিয়ে টপকে যায় দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া : ২০০/১০, ৪৮ ওভার (কাপুগেদেরা ৮৫, নাদিফ চৌধুরী ৮৩; দেলোয়ার ৩/১৬, সানজামুল ২/২৯)।
প্রাইম দোলেশ্বর : ২০৪/৪, ৪৭.৩ ওভার (রনি তালুকদার ৫৬, মালান ৪৭, আসিফ ৩৩*, ইলিয়াস সানি ২৪*; রাব্বি ১/২৮, কাপুগেদেরা ১/৩৮)।
ফল : প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে জয়ী।
Discussion about this post