একেই বলে আসলেন, দেখলেন এবং জয় করলেন! স্বপ্নের মতো অভিষেক। বাংলাদেশের জার্সিতে টি-টুয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই নিজেকে চেনালেন ফারিহা তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন এ বাঁহাতি পেইসার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে বৃহস্পতিবার মালয়েশিয়ার ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে টানা ৩ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন ফারিহা।
বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেললেও টি-টুয়েন্টি অভিষেক এদিনই হলো। মাঠে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে ঝড় তুলেন তৃষ্ণা। শুরুতে মালয়েশিয়ার অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড করেন। দ্বিতীয় বলে এলবিডব্লিউ করে ব্যাটার মাস এলিসাকে।
তৃতীয় বলে মাহিরা ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিককের আনন্দে ভাসেন ফারিহা। ৪ ওভারের স্পেলে ১২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তৃষ্ণা। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে অভিষেকে হ্যাটট্রিক করা প্রথম বোলার এখন তিনি।
ইতিহাস জানাচ্ছে, নারী টি-টুয়েন্টিতে এটি বাংলাদেশের পক্ষে দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফাহিমা খাতুন।
নারীদের বিশ্ব ক্রিকেটে অভিষেকে দ্বিতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন ফারিহা। মালদ্বীপের বিপক্ষে নিজের আন্তর্জাতিক অভিষেকে হ্যাটট্রিক করেন নেপালের অঞ্জলী চাঁদ।
Discussion about this post