ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার ব্রেট লির সাফল্যে ভাগ বসালেন অ্যাস্টন অ্যাগার। টি-টুয়েন্টিতে এতোদিন অস্ট্রেলিয়ার একমাত্র হ্যাটট্রিকধারী ছিলেন ব্রেট লি। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে যে কীর্তি গড়েন তিনি। ১৩ বছর পর শুক্রবার অস্টেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে অ্যাস্টন অ্যাগার করেন এই ফরম্যাটে হ্যাটট্রিক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জোহানেসবার্গে তিনি নেন সব মিলিয়ে ৫ উইকেট। স্বাগতিকরা হেরেছে রেকর্ড ব্যবধানে। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১০৭ রানে জিতে অস্ট্রেলিয়া। ১৯৭ রান তাড়ায় ১৪.৩ ওভার ৮৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। টি-টুয়েন্টিতে তাদের আগের সর্বনিম্ন ছিল ৯৮। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করে।
শুক্রবার রাতে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা করে ৪ উইকেটে ৪২ রান। তখনই ৮ম ওভারের শেষ তিন বলে ফাফ ডু-প্লেসিস, আন্দিলে ফেলুকওয়ায়ো ও ডেল স্টেইনকে টানা তিন বলে ফিরিয়ে হ্যাটট্রিক করেন অ্যাগার।
রোববারপোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দক্ষিণ-আফ্রিকা-অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৯৬/৬ (ওয়ার্নার ৪, ফিঞ্চ ৪২, স্মিথ ৪৫, ওয়েড ১৮, মার্শ ১৯, কেয়ারি ২৭, অ্যাগার ২০*, স্টার্ক ৭*; স্টেইন ৪-০-৩১-২, এনগিডি ৩-০-৩৭-১, রাবাদা ৩-০-৪৫-০, ফেলুকওয়ায়ো ৪-০-৩৫-১, শামসি ৪-০-৩১-২, স্মাটস ২-০-১৫-০)
দক্ষিণ আফ্রিকা: ১৪.৩ ওভারে ৮৯ (ডি কক ২, ফন ডার ডাসেন ৬, দু প্লেসি ২৪, স্মাটস ৭, মিলার ২, ফন বিলিয়োন ১৬, ফেলুকওয়ায়ো ০, স্টেইন ০, রাবাদা ২২, এনগিডি ১, শামসি ২*; স্টার্ক ৩-০-২৩-১, রিচার্ডসন ৩-০-২০-০, কামিন্স ২-০-১৩-২, জ্যাম্পা ২.৩-০-৯-২, অ্যাগার ৪-০-২৪-৫)
ফল: অস্ট্রেলিয়া ১০৭ রানে জয়ী
ম্যাচসেরা: অ্যাস্টন অ্যাগার
Discussion about this post