ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জেসন হোল্ডার ও বেন স্টোকসের মধ্যে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ আসনের লড়াইটা জমে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের প্রথম টেস্ট থেকেই। শীর্ষে থাকা হোল্ডারের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা স্টোকসের রেটিংয়ের পার্থক্যটা খুব বেশি ছিল না। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ে অসামান্য অবদান রেখে শীর্ষ আসনটাই নিজের করে নিয়েছেন স্টোকস।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংও তার পক্ষ হয়ে কথা বলছে। ৪৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। অবশ্য এত রেটিং পয়েন্ট ২০০৮ সালের পর আর কোনও অলরাউন্ডারই অর্জন করতে পারেননি! জ্যাক ক্যালিস সর্বশেষ ২০০৮ সালের এপ্রিলে অর্জন করেছিলেন ৫১৭ পয়েন্ট। শুধু তাই নয়, ইংলিশদের হয়ে ফ্লিনটফের পর এবারই প্রথম কোনও ইংলিশ অলরাউন্ডার শীর্ষ আসনটা দখল করলেন। অ্যান্ড্রু ফ্লিনটফ আসনটা দখল করেছিলেন সেই ২০০৬ সালের মে মাসে।
ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের শুরুতে শীর্ষে থাকা হোল্ডারের চেয়ে স্টোকসের পয়েন্ট ব্যবধান ছিল ৫৪ পয়েন্ট। দ্বিতীয় টেস্ট পর এখন বেন স্টোকস এগিয়ে গেছেন ৩৮ পয়েন্টে। দুইয়ে থাকা হোল্ডারের রেটিং ৪৫৯ পয়েন্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি (১৭৬) ও অপরাজিত ৭৮ রানের ইনিংসের পর টেস্টের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি ঘটেছে স্টোকসের। মার্নাস ল্যাবুশেনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে রয়েছেন স্টিভ স্মিথ ও দুইয়ে বিরাট কোহলি। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ের চার ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকে গেছেন স্টুয়াট ব্রড।
Discussion about this post