বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মান বাঁচানোর লড়াইয়ে ব্যাট হাতে সফল পাকিস্তান। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে সফরকারীরা।
সিরিজের প্রথম দুই ম্যাচে মুখ থুবড়ে পড়া পাকিস্তান এদিন ভিন্ন রূপে হাজির হয়। আজ টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। আর পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান শুরুতেই ঝড় তোলেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৫৭ রান তোলে তারা। দুজনের জুটিতে আসে ৮২ রান।
ফারহান খেলেন ৪১ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। সাইম ১৫ বলে করেন ২১ রান। এরপর মোহাম্মদ হারিস এসে ১৪ বলে ৫ রানের ধীর ইনিংস খেলে আউট হন তাসকিন আহমেদের বলে। তবে চারে নামা হাসান নওয়াজ খেলেন ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস।
শেষ দিকে ১৬ বলে ২৭ রান করে ইনিংসকে এগিয়ে নেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। শেষ পর্যন্ত পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৭৮/৭।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ, ৪ ওভারে ৩ উইকেট নেন ৩৮ রান দিয়ে। নাসুম আহমেদ তুলে নেন ২ উইকেট মাত্র ২২ রানে। শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন পান একটি করে উইকেট।
এদিন বাংলাদেশ দলে এসেছে পাঁচটি পরিবর্তন। দলে ফিরেছেন তানজিদ হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন। বিশ্রাম পেয়েছেন ইমন, হৃদয়, মুস্তাফিজ, রিশাদ ও তানজিম।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ জিতলেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে লিটন দাসের দল। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করেছিল টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (ফারহান ৬৩, হাসান নেওয়াজ ৩৩, মোহাম্মদ নেওয়াজ ২৭, সাইম ২১; তাসকিন ৩/৩৮, নাসুম ২/২২, সাইফউদ্দিন ১/২৮, শরীফুল ১/৩৯)।
Discussion about this post