বিশ্বের ব্যস্ততম এক ক্রিকেট মাঠ- মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। যদিও এই মাঠে ক্রিকেটের ইতিহাস তেমন একটা পুরোনো নয়। সেই ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা। সেই পথচলায় এবার নতুন উচ্চতায় বাংলাদেশের এই মাঠ। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উচ্চতায় উঠল হোম অব ক্রিকেট!
এটাই শেষ নয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিরপুরে খেলছে শততম ওয়ানডে ম্যাচ। এক ম্যাচে দুই মাইলফলক!
একটা সময় বাংলাদেশের আন্তর্জাতিক প্রায় সব ম্যাচই হতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তারপর ২০০৬ সালে সেখান থেকেই মিরপুরে আসে ক্রিকেট। ফুটবল বঙ্গবন্ধুতে। ২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে দিয়ে যাত্রা শুরু।
তার পথ ধরে এবার আন্তর্জাতিক ম্যাচের ডাবল সেঞ্চুরি করল শেরেবাংলা। এই মাঠে ওয়ানডে হয়েছে ১১৭টি, টি-টুয়েন্টি ৫৯টি আর টেস্ট ম্যাচ হয়েছে ২৪টি।
এই মাঠ নানা ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। সেই ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের উদ্বোধনী ম্যাচ হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেই বিশ্বকাপের ৬টি ম্যাচ হয়েছিল এই মাঠে। ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপেরও বেশ কয়েকটি ম্যাচ হয়েছে এই মাঠে।
কালের সাক্ষী হতে চলা মিরপুরের হোম অব ক্রিকেট এখন বিশ্বের অন্যতম ব্যস্ত ক্রিকেট ভেন্যু। আর এখানে টাইগারদের সাফল্যও ইর্ষনীয়! এটি সাকিব আল হাসানদের লাকি গ্রাউন্ডও!
Discussion about this post