দেশের সহিংস রাজনীতির ছায়া এবার পড়ল খেলার জগতেও। রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচটি হওয়ার কথা ছিল। হঠাৎ পাল্টে গেল সব কিছু।
ক্যারিবিয় যুবারা উঠেছে চট্রগ্রামের আগ্রাবাদ হোটেলে। শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে সেই হোটেলের পাশে হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। হোটেলে বিশ্রামে থাকা ক্রিকেটাররা মারাত্মক ভয় পেয়ে যায়। জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের অনেক ক্রিকেটারের রুম ছিল ককটেল বিস্ফোরিত ছাদের পাশে। তাতে তাদের রুমের জানাল কেঁপে ওঠে। ভয় পেয়ে যান তারা। এমন সহিংসতার সঙ্গে পরিচিত নয়, ক্যারিবিয় দলটি। তারপর ক্যারিবিয় টিম ম্যানেজম্যান্ট খবরটা জানায় তাদের দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের।
এ অবস্থায় সেই ম্যাচটিই নয়, নিরাপত্তার কথা ভেবে পুরো সিরিজ বয়কটের কথা জানিয়ে দেন তারা। যদিও রোববার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে সভা শেষে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। যেমনটা বলছিলেন বিসিবির পরিচালক আকরাম খান, ’আমরা তাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার কথা বলেছি। তাতে তারা আশ্বস্ত হয়েছে। ম্যাচটি সোমবার অনুষ্ঠিত হবে।’
পরে ক্যারিবিয় বোর্ড বলেছে এই হামলা তাদের দলকে উদ্দেশ্য করে করা হয়নি। তাছাড়া তারা বাংলাদেশ সফরে আপাতত নিরাপত্তা হীনতায় ভুগছে না!
Discussion about this post