ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার সম্পর্কটা বেশ নিবিঢ়। দলটির অনেক সাফল্যের কারিগরও তিনি। টাইগারদের হেড কোচ ছিলেন ডেভ হোয়াটমোর। শুধু বাংলাদেশ জাতীয় দল নয়, শ্রীলঙ্কা, পাকিস্তান ও জিম্বাবুয়ের হয়েও কাজ করেছেন তিনি।
৮৭ টেস্ট ও ৩১৫ ওয়ানডেতে কোচের দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কান বংশোদ্ভুদ ক্রিকেট ব্যক্তিত্ব।
২০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সেরা টেস্ট একাদশ বাছাই করেছেন হোয়াটমোর। আর সেই দলে রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল অব্দি ছিলেন বাংলাদেশের কোচ। হোয়াটমোরের অধীনে ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে বিদায় করে সেরা আটে পা রাখে দল। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পায় ঐতিহাসিক জয়। ২০০৬ সালের আগস্টে ওয়ানডে দিয়ে অভিষেক হয় সাকিবের। তখন প্রায় এক বছরের জন্য এই অলরাউন্ডারকে দলে পান হোয়াটমোর।
সাকিবকে দলে রাখা প্রসঙ্গে হোয়াটমোর বলেন, ‘আমি জানতাম সাকিব বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিনের জন্য প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। ক্রিকেট নিয়ে তার জ্ঞান সম্পর্কে ধারণা ছিল। ওয়ানডে ক্রিকেটে ও খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ব্যাটিং ও বোলিংয়ে দারুণ দক্ষ। স্পিনার-ব্যাটসম্যান হিসেবে র্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার যেদিন হলো, সেদিন তার দক্ষতা ও প্রচেষ্টা স্বীকৃতি পায়।’
হোয়াটমোরের টেস্ট একাদশ
সনাৎ জয়াসুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারা (উইকেটকিপার), অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বোর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্ডা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরালিধরন ও উমর গুল।
Discussion about this post