অস্ট্রেলিয়া সফরে একের পর এক জিতেই যাচ্ছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচটা জিততে যা একটু বেগ পেতে হয়েছে। এরপরই অনায়াসে জিতে যাচ্ছে সফরকারীরা। রোববার এনামুল হক বিজয় আর লিটন দাসরা পেলেন আরেকটি সহজ জয়। তারা নর্দান টেরিটোরির বিপক্ষে জিতল ৯ উইকেটে।
সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নর্দান টেরিটোরি। কিন্তু তাদের বড় ইনিংস খেলার সুযোগ দেয় নি বিসিবি এইচপি’র বোলাররা। ১৩৬ রানে স্বাগতিকদের অলআউট করে দেয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন তৃতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স গ্রেগরি।
তিন পেসার আবু হায়দার রনি, আবুল হাসান রাজু ও এবাদত হোসেন মিলে নেন ৮ টি উইকেট। রনি ৮.২ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিলেন সর্বোচ্চ ৪ উইকেট। বাদত হোসেন ৭ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ২ টি উইকেট। আবুল হোসেন রাজু ৭ ওভারে ২৯ রানে শিকার করলেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ২৬ ওভার ও ৯ উইকেট হাতে রেখে হেসে-খেলে জিতে যায় বিসিবি এইচপি দল। ৭২ রান করে লিটন কুমার দাস।
এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ তে এগিয়ে গেল এইচপি দল।
সংক্ষিপ্ত স্কোর-
নর্দান টেরিটোরি: ১৩৬/১০ (অ্যালেক্স গ্রেগরি ৩৪; আবু হায়দার ৪/২২, এবাদত ২/১৮, আবুল হাসান ২/২৯ ।
বিসিবি এইচপি দল: ১৩৭/১ (লিটন ৭২*)
ফল: বিসিবি এইচপি দল ৯ উইকেটে জয়ী।
সিরিজ: ৪-০ তে এগিয়ে এইচপি দল।
Discussion about this post