ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রত্যাশিত। ঠিক তাই, এমনটাই তো হবে-প্রতীক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। নিরাশ করেন নি তামিম ইকবালরা। ব্যাট-বল দুটোতেই দাপট দেখিয়ে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও তুলে নিয়েছেন অনায়াস জয়। ৭ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা।
ছুটির দিনে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী দল ৩৩.২ ওভারে অলআউট হয়ে তুলে ১৪৮ রান। জবাব দিতে নেমে ৩২.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। নেন ৪ উইকেট। এরপর ব্যাট হাতে পথ দেখান দুই বন্ধু তামিম ইকবাল ও সাকিব আল হাসান। শেষটাতে মুশফিকুর রহিম সঙ্গ দিলেন সাকিবকে। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে সাকিব-মুশফিকের জুটি করেন ৪০ রান। তার পথ ধরে জয় ধরা দেয় ১০০ বল হাতে রেখেই।
অবশ্য এই সময়টাতে উইন্ডিজের বিপক্ষে নিয়মিতই জিতছে বাংলাদেশ। এবার আবার অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে তারা। এরমধ্যে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এটি টানা সপ্তম ওয়ানডে জয়। টানা তৃতীয়বারের মতো দলটির বিপক্ষে টাইগাররা পেল ওয়ানডে সিরিজ জয়।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগেবাংলাদেশ এ জয়ে পেল ১০ পয়েন্ট। আগের ম্যাচে পেয়েছিল ১০ পয়েন্ট।
উইন্ডিজের বিপক্ষে এবারের লড়াইয়ে স্বস্তির রান পেলেন সাকিব। সঙ্গে তামিমও ছন্দে। করেন ফিফটি। এই ইনিংস খেলার পথে একটি মাইলফলকও স্পর্শ করেন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হাজার রান! জিম্বাবুয়ে ছাড়া এই প্রথম অন্য কোনো দলের বিপক্ষে হাজার রান ছুঁতে পারলেন বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৬০৪ রান তামিমের, ১৪০৪ রান সাকিবের আর ১৩৬০ রান মুশফিকের।
বল হাতে মেহেদী মিরাজ জানিয়ে দিলেণ তিনি ফুরিয়ে যান নি। সব মিলিয়ে প্রাপ্তি অনেক।
সাকিব ম্যাচ শেষে তিনি অপরাজিত ৫০ বলে ৪৩ রানে। মুশফিক অপরাজিত ৯ রানে। তবে ম্যাচসেরা ৪ উইকেট শিকারি মিরাজ। ওয়ানডে ক্যারিয়ারে বল হাতে সেরা সাফল্যে হেসেছেন এই অফস্পিনার।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামে।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ : ৪৩.৪ ওভারে ১৪৮/১০ (আমব্রিস ৬, ওটলি ২৪, জশুয়া ৫, ম্যাককার্থি ৩, জেসন ১১, মেয়ার্স ০, বনার ২০, পাওয়েল ৪১, রিফার ২, জোসেফ ১৭, আকিল ১২*; মুস্তাফিজ ৮-৩-১৫-২, রুবেল ৭-০-২৩-০, হাসান ৯-০-৫৪-১, মিরাজ ৯.৪-০-২৫-৪, সাকিব ১০-০-৩০-২)।
বাংলাদেশ: ৩৩.২ ওভারে ১৪৯/৭ (লিটন ২২, তামিম ৫০, শান্ত ১৭, সাকিব ৪৩*, মুশফিক ৯*; জোসেফ ১০-০-৪২-০, মেয়ার্স ২-০-১৫-০, আকিল ৯.২-০-৪৫-১, জেসন ৭-০-২৯-১, রিফার ৫-০-১৮-১)।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ
✴️ 9.4 overs
✴️ 25 runs
4️⃣ wicketsMehidy Hasan is the Player of the Match in the second #BANvWI ODI for his exceptional bowling performance 👏 pic.twitter.com/yBaS6jYcjz
— ICC (@ICC) January 22, 2021
Discussion about this post