ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা-সিলেটে ব্যাটসম্যানরা তেমন রাজত্ব করতে পারেন নি। তবে চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনই রান বন্যা দেখলেন দর্শকরা। দেখা মিলল রেকর্ডেরও। সেঞ্চুরি করলেন অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। রংপুর রাইডার্সের এই দুই ব্যাটসম্যান মিলে গড়লেন বিরল এক নজির। এক ইনিংসে দুই সেঞ্চুরি টি-টুয়েন্টি ক্রিকেট দেখল মাত্র তৃতীয়বার। বিপিএলে প্রথমবার দেখা গেল এক দলের এক ম্যাচে জোড়া সেঞ্চুরি।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেলস ও রুশোর শতরানে রেকর্ড গড়ে রংপুর রাইডার্স।
ম্যাচে ৪৭ বলের শতরানে হেলস গড়েন বিপিএলের পঞ্চম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আর রুশো ৫১ বলে অপরাজিত ১০০। রংপুর তুলেছে বিপিএল রেকর্ড ২৩৯ রান। যা কীনা বিপিএলে এক দলের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের। ২০১৩ সালে মিরপুরে এই রংপুরের বিপক্ষে ৪ উইকেটে তুলে ২১৭ রান।
টি-টুয়েন্টিতে জোড়া শতকের প্রথম রেকর্ড হয় ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টিতে। ২০১১ সালে মিডলসেক্সের বিপক্ষে গ্লস্টারশায়ারের হয়ে শতরান করেন কেভিন ও’ব্রায়েন ও হ্যামিশ মার্শাল। ৫২ বলে ১১৯ করেন আইরিশ অলরাউন্ডার ও’ব্রায়েন। ৫৪ বলে ১০২ নিউজিল্যান্ডের হ্যামিশ মার্শাল। তাদের দল তুলে ৩ উইকেটে ২৫৪ রান।
২০১৬ সালে ফের জোড়া সেঞ্চুরি দেখেছিল টি-টুয়েন্টিতে। আইপিএলে একই ইনিংসে সেঞ্চুরি করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। গুজরাট লায়ন্সের বিপক্ষে ৫৫ বলে ১০৯ করেন কোহলি। ডি ভিলিয়ার্স ৫২ বলে করেন ১২৯। বেঙ্গালুরু তুলে ৩ উইকেটে ২৪৮ রান।
হেলস ও রুশোর এমন দাপটে চিটাগংয়ের বিপক্ষে ম্যাচটাও রংপুর জিতে অনায়াসে। ৭২ রানে জিতল মাশরাফি বিন মুর্তজার দল।
Discussion about this post