হ্যামিলটনে দ্বিতীয় ওয়ানডেতে ১৫ রানে (ডার্ক/লুইস মেথডে) হেরে গেছে ভারত। এই হারে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীষস্থান থেকে ছিটকে গেল মহেন্দ্র সিং ধোনির দল। এ সুযোগে দীর্ঘদিন পর ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল অস্ট্রেলিয়া।
হ্যামিলটনের বুধবার ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে গেছে স্বাগতিকরা। টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪২ ওভারে তুলে ৭ উইকেটে ২৭১। দু’বার বৃষ্টি বাগড়া দেওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪২ ওভারে।
বৃষ্টির জন্য ক্ষতি হয়েছে ভারতের। ডার্ক/লুইস মেথডে প্রথমে তাদের টার্গেট দেওয়া হয় ৪২ ওভারে ২৯৭। পরে আরেক পশলা বৃষ্টি হলে নতুন টার্গেট দাঁড়ায় ৪১.৩ ওভারে ২৯৩। শেষ পর্যন্ত ২৭৭ রানের
পরের ওয়ানডে ২৫ জানুয়ারি, অকল্যান্ডে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২৭১/৭, ৪২ ওভার (গাপটিল ৪৪, রাইডার ২০, উইলিয়ামসন ৭৭, টেলর ৫৭, অ্যান্ডারসন ৪৪, রনচি ১৮*; শামি ৩/৫৫)।
ভারত : ২৭৭/৯, ৪১.৩ ওভার (ধাওয়ান ১২, রোহিত ২০, কোহলি ৭৮, রাহানে ৩৬, ধোনি ৫৬, রায়না ৩৫, জাদেজা ১২; সাউদি ৪/৭২, অ্যান্ডারসন ৩/৬৭)।
ফল : বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ১৫ রানে জয়ী।
ম্যাচসেরা : কেন উইলিয়ামসন।
Discussion about this post