গ্রুপ পর্বের শেষ দিনে ফলাফলের সমীকরণ বদলায়নি, বদলেছে বার্তা। আগেই বিদায় নিশ্চিত হওয়া ঢাকা ক্যাপিটালস দেখিয়ে দিল সামর্থ্যের ঝলক, আর প্লে-অফ নিশ্চিত করেও ছন্দ হারাল চট্টগ্রাম রয়্যালস। মিরপুরে ঢাকার ৪২ রানের জয়ে হার দিয়েই বিপিএল লিগ শেষ করল টেবিলের দুই নম্বর দলটি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়ে ২০২৬ বিপিএলে জয় দিয়ে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস। আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ঢাকার জন্য ম্যাচটি ছিল মর্যাদার, আর প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রামের জন্য ছিল প্রস্তুতির। তবে মিরপুরের উইকেটে সেই প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে চরম ব্যর্থতার পরিচয় দেয় চট্টগ্রাম।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুটা পায় মিশ্র। ওপেনার উসমান খান ঝড়ো শুরু করলেও দ্রুত বিদায় নেন। এরপর জুবাইদ আকবরি ও সাইফ হাসানের জুটিতে ইনিংস গুছিয়ে নেয় ঢাকা। পাওয়ারপ্লে শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৫৩ রান। আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের রাশ ধরেন সাইফ হাসান, যিনি পুরো টুর্নামেন্টে ব্যর্থতার পর শেষ ম্যাচে এসে নিজের জাত চেনান।
চমৎকার টাইমিং ও নিখুঁত শট নির্বাচনে ৪৪ বলে ৭৩ রান করেন সাইফ। তার ইনিংসেই দাঁড়িয়ে যায় ঢাকার সংগ্রহ। জুবাইদ ২৯ রান করে আউট হলে দ্রুতই ফিরেন শামীম হোসেন পাটোয়ারী। সাইফ আউট হওয়ার পর ঢাকার ইনিংসে ধস নামে। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন শেষদিকে কিছু রান যোগ করলেও নির্ধারিত ওভারের আগেই ১৭০ রানে অলআউট হয় ঢাকা। চট্টগ্রামের পক্ষে তানভীর ইসলাম ছিলেন সফলতম বোলার।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম রয়্যালসের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই মোহাম্মদ হারিসকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। দ্রুত জয়, সাদমান ও নাঈম শেখের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। পাওয়ারপ্লে শেষে তিন উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান তোলে চট্টগ্রাম।
মাঝের ওভারে দায়িত্ব নিতে ব্যর্থ হন অভিজ্ঞ ব্যাটাররাও। অধিনায়ক শেখ মেহেদী হাসান ও আসিফ আলীর ধীর ব্যাটিং দলকে আরও পিছিয়ে দেয়। একমাত্র আমের জামাল শেষদিকে লড়াই করার চেষ্টা করেন। ২৬ বলে ৪২ রানের ইনিংস খেললেও দলের পরাজয় ঠেকাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১৯ ওভার ৪ বলে ১২৮ রানে অলআউট হয় চট্টগ্রাম।
ঢাকার বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। নিখুঁত লাইন-লেন্থে বোলিং করে ২০ রান খরচায় চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। তাসকিন আহমেদ নেন তিনটি উইকেট। তাদের দাপুটে বোলিংয়েই বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ঢাকা।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে বিপিএল শেষ করল ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে হেরেও প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস, যেখানে তাদের লড়তে হবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। এলিমিনেটরে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স।










Discussion about this post