আবাহনী–মোহামেডান ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কের ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে ম্যাচ-পরবর্তী মন্তব্যের কারণে তার শাস্তি বেড়ে দাঁড়িয়েছে দুই ম্যাচে। বিসিবির আচরণবিধি ভঙ্গের দায়ে হৃদয়কে গুণতে হচ্ছে ৮০ হাজার টাকার জরিমানাও।
ঘটনার সূত্রপাত আবাহনীর ইনিংসের অষ্টম ওভারে, যখন ইবাদত হোসেনের এক ডেলিভারিতে মোহাম্মদ মিঠুনের বিপক্ষে এলবিডব্লুর আবেদন নাকচ করেন আম্পায়ার তানভীর আহমেদ। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান মোহামেডান অধিনায়ক হৃদয়। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন তিনি।
এই আচরণের জন্য গতকাল এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় হৃদয়কে। তবে তিনি ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেন, “আমার মনে হয় আম্পায়াররা ভুল করতেই পারেন, কিন্তু ভুলটা স্বীকার করাই উচিত।”
এই বক্তব্যের ভিত্তিতে আজ আবার বিসিবির ম্যাচ রেফারিরা বৈঠকে বসেন এবং কোড অব কন্ডাক্টের ২.৭ ও ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগে হৃদয়কে আরও এক ম্যাচ নিষিদ্ধ করেন, সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত হয়।
মোহামেডানের পেসার ইবাদত হোসেনকেও এলবিডব্লুর আবেদনের সময় অশোভন আচরণের দায়ে আগেই ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Discussion about this post