নতুন বোলিং কোচ হিথ স্ট্রিক শুরুতেই মন জিতে নিলেন বাংলাদেশের ক্রিকেটারদের। বিশেষ করে পেস বোলাররা যারপরনাই উচ্ছসিত। যেমনটা জানাচ্ছিলেন পেসার আল আমিন হোসেন, ‘আসলে এখন তিনি আমাদের দেখেছেন। বুঝে নিতে চাইছেন কার কী সমস্যা। এই যেমন আমাকে ওভার স্টেপিং কিভাবে কমানো যায় সে ব্যাপারে পরামর্শ দিলেন।’
এদিকে বিশেষজ্ঞ পেস বোলিং কোচ পেয়ে দারুণ খুশি জাতীয় দলের তরুণ পেসার তাসকিন আহমেদ। যেমনটা বলছিলেন তিনি, ‘হিথ স্ট্রিক বড় মাপের ক্রিকেটার ছিলেন। তার কাছ থেকে শেখার আছে অনেক কিছু। এইতো তিনি প্রথম দিনই আমাকে ভাল কিছু টিপস দিলেন। বললেন, উইকেট অনুযায়ী বলের মুভমেন্ট বদলাতে। তবে আমার বোলিং অ্যাকশন কিংবা কিছু বদলাতে বলেন নি।
এদিকে ঢাকায় এসেই মুশফিকুর রহীমদের নতুন এই বোলিং কোচ বলেছেন স্পিন নির্ভরতা কমাতে চান তিনি। বলেন, ‘বাংলাদেশের মূল শক্তি স্পিন। আর প্রত্যাশা করতে পারি না সবসময়ই এমনটা থাকবে। আমাদের পেস বোলিংয়ে উন্নতি করতে হবে। এ জন্য ৮ থেকে ১০ জন পেসারকে তুলে আনতে চাই আমি।’
জিম্বাবুয়ের সাবেক পেসার স্ট্রিকের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী দুই বছরে মোট ৪৫০ দিন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি।
জিম্বাবুয়ের হয়ে ১৮৯টি ওয়ানডে ও ৬৫টি টেস্ট খেলেছেন হিথ স্ট্রিক। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ৪ হাজার ৯৩৩ আর উইকেট ৪৫৫।
Discussion about this post