বিয়ে করলেন জাতীয় ক্রিকেট দলের তরুণ পেস বোলার হাসান মাহমুদ। শুক্রবার অনেকটা ঘরোয়া আয়োজনে হয়ে গেলো বিয়ের পর্ব। পারিবারিকভাবে মাদারীপুরের মেয়ে চৈতি ফারিয়া ঐশীর সঙ্গে বিয়ে হলো তার। ছুটির দিনে বাদ জুমা বিয়ের আনুষ্ঠানিক কাজ সেরেছেন জাতীয় দলের এই তরুণ পেসার। এই আয়োজন ছোট্ট হলেও ওয়ানডে বিশ্বকাপের পর বড় করে অনুষ্ঠান করবে হাসানের পরিবার।
এই বছরই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। এর মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন লক্ষীপুরের এই পেসার। হাসান বিয়ে করলেন মাদারীপুরের শিবচর থানার মাদবরচর গ্রামের স্ত্রী চৈতি ফারিয়া ঐশীকে। তার স্ত্রী মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন। ঐশীর বাবা ফারুক হোসাইন একজন ব্যবসায়ী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।
হাসানের বাবা মোহাম্মদ ফারুক দিন কয়েক আগেই হাসানের বিয়ের কথা জানান। ছেলেকে বিয়ে করানোর কারণ হিসেবে তিনি বলেন, ‘হাসান যেন ভালো থাকে, তাই আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি।’
এদিকে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় হাসান মাহমুদের। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১ ওয়ানডের ১০ ইনিংসে ১৮ উইকেট তুলেছেন তিনি। ১৬ টি-টুয়েন্টিতেও নিয়েছেন ১৮ উইকেট।
Discussion about this post