সিরিজ জয়ের হাতছানি নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। খেলছিলও বেশ, কিন্তু বৃষ্টিতে সবশেষ! রোমাঞ্চ জমে উঠতে না উঠতেই বেরসিক বৃষ্টি হাজির। খেলা বন্ধ, তারপর শুরু হতেই পারল না সিরিজের ২য় টি-টুয়েন্টি।
শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টুয়েন্টিতে পরিত্যক্ত হয়েছে টানা বৃষ্টিতে। এরমধ্য দিয়ে একটা ব্যাপার নিশ্চিত-তিন ম্যাচের সিরিজটি আর হারছে না বাংলাদেশ। সিরিজ জয়ের সম্ভাবনাও টিকে গেল। কারণ প্রথম ম্যাচটিতে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল।
বে ওভালে শুক্রবার নিউজিল্যান্ড ১১ ওভারে ২ উইকেট ৭২ রান করার পরই নেমে আসে অঝোর ধারার বৃষ্টি!
সিরিজের প্রথম ম্যাচের মতো এখানেও টস জিতে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ম্যাচে শেষ হাসি হাসল বৃষ্টি! হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন লিটন দাস। তার এই সিরিজে খেলা নিয়েও আছে শঙ্কা!
সিরিজ নির্ধারণী ম্যাচটি এই মাঠে রোববার। মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এই ম্যাচটি। এখানে জিতলে দারুণ ভাবে শান্তদের বছর শেষ হবে!
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১১ ওভারে ৭২/২ (অ্যালেন ২, সাইফার্ট ৪৩, মিচেল ১৮*, ফিলিপস ৯*; মেহেদি ২-০-১৫-০, শরিফুল ২-০-১৬-১, তানজিম ২-০-১৫-১, মুস্তাফিজ ২-০-১৬-০, রিশাদ ৩-০-১০-০)
ফল: ম্যাচ পরিত্যক্ত
Discussion about this post