ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই খবরটা ছড়িয়ে পড়তেই চিন্তিত হয়ে পড়েছিলেন সবাই। নানা শঙ্কা উঁকি দিচ্ছিল মনে। সেই শঙ্কা শেষে এবার মিলছে সুখবর। রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কপিল দেব। গত শুক্রবার বুকের ব্যথা নিয়ে নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি হন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
অবস্থা খারাপ থাকায় চটজলদি এনজিওপ্লাস্টি করা হয় কপিলের। তিনি ছিলেন নয়াদিল্লির ফোর্টিস এসকোর্টস হার্ট ইনস্টিটিউটে। সেখানে কার্ডিওলোজি ডিপার্টমেন্টের পরিচালক ড. মাথুর এনজিওপ্লাস্টি করেন এই কিংবদন্তি ক্রিকেটারের।
সেখানেই কপিলের হৃদপিন্ডে ব্লক হওয়া ধমনীগুলো সারিয়ে তুলে ফের রক্ত সঞ্চালনের জন্য প্রস্তুত করেছেন ডাক্তাররা। কপিল দেবকে এখন কোন শঙ্কা। কপিল টুইটারে লেখেন, ‘আপনাদের ভালোবাসা আর উদ্বেগের জন্য ধন্যবাদ। সবার শুভেচ্ছাবার্তায় আপ্লুত। সুস্থ হয়ে উঠছি আমি।’
১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত কপিল খেলেছেন ভারতের হয়ে। এরমধ্যে ১৯৮৩ সালে লর্ডসে ক্রিকেট ইতিহাস গড়ে তারই নেতৃত্বে। কপিলের নেতৃত্বে ভারত জেতে বিশ্বকাপ। সেই বিশ্বকাপেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংসও খেলেন কপিল।
ভারতের হয়ে ১৩১টি টেস্ট খেলে ব্যাট হাতে ৫,২৪৮ রান নিয়েছেন কপিল; বল হাতে নিয়েছেন ৪৩৪টি উইকেট। এ ছাড়া ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩,৭৮৩ রান করেন।
Discussion about this post