কলকাতা থেকে ফিরে বিশ্রামে ছিলেন তিনি। মুশফিকুর রহীমদের সঙ্গে চট্টগ্রামের অনুশীলন পর্বে যাননি মাশরাফি বিন মতুর্জা। কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ঢাকায় সময়টা ভালো কাটছে না মাশরাফির। শনিবার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় চিন্তিত হয়ে পড়েন তিনি। এরপরই রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান মাশরাফি। স্বস্তির খবর হল-সেখানে ফুসফুসের পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি।
এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানালেন, ‘মাশরাফির গুরুতর কিছু হয়নি। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসাতে সতর্কতার কারণে হাসপাতালে যেতে হয় তাকে। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। হাসপাতালে ভর্তি হতে হবে না মাশরাফিকে।’
টেস্ট ক্রিকেটের বাইরে থাকা মাশরাফি ছুটি নিয়ে কলকাতা গিয়েছিলেন কিছুদিন আগে। সেখানে সেরা বাঙালির পুরস্কার নেন। দিন কয়েক আগে ফিরেন কলকাতা থেকে। সামনেই বাংলাদেশ ২ টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। এখানে দর্শক হয়েই থাকবেন মাশরাফি।
Discussion about this post