বিশ্বকাপেও ব্যাট হাতে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন হাশিম আমলা। এইতো মঙ্গলবার ব্যাট হাতে ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। ক্যানবেরার ম্যানুকা ওভালে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৫৯ রানের ইনিংস খেলেন তিনি।
যদিও মাত্র ১০ রানে জীবন পান আমলা।
এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২০ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। আর ভেঙ্গে দেন বিরাট কোহলির রেকর্ড। ১০৮তম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন আমলা।। এ জন্য কোহলিকে খেলতে হয় ১৩৩ ইনিংস।
এর আগে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক পেরিয়া যাওয়ার রেকর্ড গড়েন। টপকে যান ভিভ রিচার্ডস ও বিরাট কোহলিকে।
মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা ৪ উইকেট হারিয়ে করে ৪১১ রান। জবাব দিতে নেমে আয়ারল্যান্ড ৪৫ ওভারে অলআউট হয়ে তুলে ২১০ রান।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৪১১/৪ (আমলা ১৫৯, ডি কক ১, দু প্লেসি ১০৯, ডি ভিলিয়ার্স ২৪, মিলার ৪৬*, রুশো ৬১*; ম্যাকব্রিন ২/৬৩, মুনি ১/৫২, কেভিন ১/৯৫)
আয়ারল্যান্ড: ৪৫ ওভারে ২১০/১০ (পোর্টারফিল্ড ১২, স্টার্লিং ৯, জয়েস ০, নায়াল ১৪, বালবারনি ৫৮, কেভিন ৪৮, মুনি ৯, ডকরেল ২৫, সরেনসেন ২২, ম্যাকব্রায়ান ২*; অ্যাবট ৪/২১, মরকেল ৩/৩৪, স্টেইন ২/৩৯, ডি ভিলিয়ার্স ১/৭)
ফল: আয়ারল্যান্ড ২০১ রানে জয়ী
ম্যাচসেরা: হাশিম আমলা
Discussion about this post