ঢাকা প্রিমিয়ার লিগে এবার শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান স্পোটিং ক্লাব। কিন্তু প্রথম ম্যাচেই ঐতিহ্যবাহী দলটি হোঁচট খেয়েছে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে বুধবার তারা হার মেনেছে ৪১ রানে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৫০ রান তুলে শাইনপুকুর। জবাবে নেমে ৪৮.৩ ওভারে ২০৯ রানে অলআউট হয় মোহামেডান।
মোহামেডানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সৌম্য সরকার। সালাউদ্দিন শাকিল ২টি, মোহাম্মদ হাফিজ ও সোহরাওয়ার্দী শুভ নেন ১টি করে উইকেট।
টস জিতে ফিল্ডিংয়ে নামা মোহামেডান ৩৩ ওভারে প্রতিপক্ষকে তুলতে দেয় মাত্র ১০০ রান। কিন্তু শেষ ১৭ ওভারে ঝড় তুলে শাইনপুকুর। করে আরও দেড়শ রান। সাজ্জাদুল ৫৯ বলে ৭০ ও আলাউদ্দিন ১৯ বলে অপরাজিত ৪৬ রান।
জবাব দিতে নেমে সৌম্য-হাফিজরা ব্যর্থ হয়েছেন। পারভেজ হোসেন ইমন ৮৮ বলে ৫৪ রানের ইনিংস খেলে বিদায় নেন। শেষ দিকে সোহরাওয়ার্দি শুভ ফিফটি ও ইয়াসিন আরাফাতের ৩৮ রানের ইনিংস খেলেন।
এদিকে বুধবার প্রিমিাংর লিগের াারেক ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বিকেএসপির তিন নম্বর মাঠে ম্যাচে ৬ উইকেটে জিতেছে শেখ জামাল। ২২২ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ১৪ বল বাকি থাকতে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে অমিত হাসানের প্রথম সেঞ্চুরিতে দুইশ পার করে খেলাঘর। ১৩৬ বলে ১২ চারে অপরাজিত ১০৭ রান করেন তিনি। জবাব দিতে নেমে সৈকত আক্রমণাত্মক ব্যাটিং করেন। তিনি ৫৮ বলে ৬৩ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৫০ ওভারে ২২১/৭ (পিনাক ৪, প্রিতম ২৬, অমিত ১০৭*, অশোক ৩২, সালমান ৩, নাদিফ ৪, ইলিয়াস ১, মাসুম ৩০, রশিদ ১*; মৃত্যুঞ্জয় ৬-০-৩৭-২, পারভেজ ৮-০-২৭-০, সানজামুল ১০-০-৫৩-০, সুমন ৬-০-২৩-০, এনামুল ২-০-১৬-০, সাইফ ১০-০-৩০-৩, তাইবুর ৮-১-৩০-১)
শেখ রাসেল ধানমণ্ডি ক্লাব: ৪৭.৪ ওভারে ২২২/৪ (সৈকত ৬৩, সাইফ ৬২, ইমরুল ১৬, জহুরুল ৪৭, সোহান ২৫*, পারভেজ ৩*; হোসেন আলি ৬-০-৩০-২, রশিদ ৫-০-৩০-০, অশোক ১০-০-৪৭-১, ইলিয়াস ১০-০-৪১-০, রনি ১০-০-৫০-০, মাসুম ৫.৪-০-২১-০, নাদিফ ১-০-৩-১)
ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাইফ হাসান
Discussion about this post