এবারো সেই আন্দ্রে রাসেলের কাছেই হারল বাংলাদেশ এ’ দল। তবে এবার ব্যাট নয়, বল হাতে ঝড় তুললেন ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের এই ক্রিকেটার। তাতেই দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারল বাংলাদেশ এ’ দল।
এই হারেই হাতছাড়া হয়ে গেল ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনাও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। এর আগে চারদিনের ম্যাচের সিরিজেও হেরেছিল দল।
মঙ্গলবার লুকাস স্ট্রিটের উইন্ড ওয়ার্ড পার্কে টস জিতে ব্যাট করতে নামে এ’ দল। তারা ৪৬.৫ ওভারে ১৭৯ রান তুলে অলআউট হয়ে যায়। মাত্র ২৮ রানে ৬ উইকেট নেন রাসেল।
মার্শাল আইয়ুব করেন ৪৫ রান। সমান রান আসে নাঈম ইসলামের ব্যাট থেকেও।
জবাব দিতে নেমে ৩৮.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় হাই পারফরম্যান্স সেন্টার। ৫৯ রানে ৩ উইকেট নেন রবিউল ইসলাম।
বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে।
#######################################
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু ‘এ দলের
কিছুতেই ওয়েস্ট ইন্ডিজ সফরটা স্মরনীয় হচ্ছে না। চারদিনের ম্যাচে ব্যর্থতার পর এবার ওয়ানডে সিরিজেও একই চিত্র। ব্যাটে-বলে ব্যর্থতায় এবার ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স স্কোয়াডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল হেরেছে ১১৭ রানে।
৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
রোববার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নামে হাই পারফরম্যান্স সেন্টার। তারা ৯ উইকেট হারিয়ে তুলে ৩২৭ রান। ১৩২ রান করেন আন্দ্রে রাসেল। ৩৭ রানে ৩ উইকেট নেন শফিউল ইসলাম।
জবাব দিতে নেমে ৪১ ওভার ২ বলে ২১০ রানে অলআউট হয়ে যায় এ’ দল। শুভাগত হোম চৌধুরী করেন সর্বোচ্চ ৫১ রান।
মঙ্গলবার হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
Discussion about this post