প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না! তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার মিরপুর শেরেবাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১১৪ রান তুলে বাংলাদেশ। এরপর ৩ উইকেট হারিয়ে ২২ বল আগেই জয়ের বন্দরে পা রাখে ভারতের মেয়েরা।
প্রায় ১১ বছর পর মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যেখানে ব্যাটিং ব্যর্থতায় সর্বনাশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারী ভারত।
দুপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২০ ওভার খেলে করতে পারে মাত্র ১১৪ রান। দলের কেউই ৩০ রান স্পর্শ করতে পারেন না। স্বর্ণা আক্তারের ২ ছক্কায় অপরাজিত ২৮ রানের ইনিংসই দলের সর্বোচ্চ সংগ্রহ। যদিও শামিমা সুলতানার সঙ্গে ইনিংস শুরু করেন জাতীয় দলে আশা সাথী রানি বর্মন দারুণ খেলেন। প্রথম ৪ ওভারে রান আসে ১৬। শামিমা ১৩ বলে ১৭ রানে আউট। তারপর সাথীও (২৬ বলে ২২) সম্ভাবনা জাগিয়ে ফিরে যান।
সোবহানা ৩৩ বলে ২৩ করেন। এরপর বোলিংয়ে বাংলাদেশকে পধ দেখান মারুফা আক্তার। শেফালি ভার্মাকে শূন্যতেই বিদায় করেন তিনি। জেমিমা রদ্রিগেস ১১ রান করে সুলতানা খাতুনের বলে আউট। তারপর স্মৃতি ও হারমানপ্রিতের জুটিতে সর্বনাশ। ৩৪ বলে ৩৮ রান করেন স্মৃতি। জুটি থামে ৫৫ বলে ৭০ রানে হারমানপ্রিতএকাদশ টি-টোয়েন্টি ফিফটিতে অপরাজিত থাকেন তিনি ৩৪ বলে ৫৫ রানে।
মিরপুরের মাঠেই মঙ্গলবার সিরিজের পরের ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৫ (সাথী ২২, শামিমা ১৭, সোবহানা ২৩, নিগার ২, স্বর্ণা ২৮, রিতু ১১, নাহিদা ০; পুজা ৪-১-১৬-১, আমানজত ২-০-১৯-০, দীপ্তি ৪-০-১৪-০, মিন্নু ৩-০-২১-১, বারেড্ডি ৪-০-২৪-০, শেফালি ৩-০-১৮-১)।
ভারত: ১৬.২ ওভারে ১১৮/৩ (শেফালি ০, স্মৃতি ৩৮, জেমিমা ১১, হারমানপ্রিত ৫৪, ইয়াস্তিকা ৯; মারুফা ৩-১-১৮-১, সালমা ৩.২-০-৩২-০, সুলতানা ৪-০-২৫-২, রাবেয়া ৩-০-২২-০, নাহিদা ৩-০-১৮-০)।
ফল: ভারত উইকেটে জয়ী।
ম্যাচসেরা: হারমানপ্রিত কৌর।
Discussion about this post