কাগজে-কলমে ফেভারিট দক্ষিণ আফ্রিকা। কিন্তু বাংলাদেশের মেয়েদের জন্য ছিল দেশের মাঠে চেনা আবাহাওয়া, উইকেট। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি নারী ক্রিকেট দল। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেই রুমানা আহমেদের দলক হারল বড়[ ব্যবধানে। সফরকারীরা ডেল ৮৬ রানের অনায়াস জয়। আর তাতেই ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে শুরুতে বোলিং নেন বাংলাদেশের অধিনায়ক রুমানা। এরপর নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে করে ২৫১ রান। ৭১ বলে ৮৭ রান করেন ওপেনার লিজেল লি।আদ্রিয়ে স্টেইন ৬৮ ও মিগনন ডু প্রিজ ৬২ রান করেন। সালমা খাতুন দুটি উইকেট নেন।
জবাব দিতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৬৫ রান।রুমানার ব্যাটে ৩৭। নিগার সুলতানা করেন অপরাজিত ৫৯ রান। জাহানারা আলম ১৫ ও ফারজানা হকের ব্যাটে ১২ রান। তারপরও শেষ রক্ষা হয়নি।
শনিবার কক্সবাজারের একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post