নিউজিল্যান্ড সফরে কিছুতেই চেনা পথ খুঁজে পাচ্ছে না তারা। এবার ওয়েলিংটনেও হার মানল শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টে বুধবার ১৯৩ রানে জিতেছে কিউইরা।
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে তারা জিতেছিল ৮ উইকেটে। আর তাতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ তারা জিতল ২-০ ব্যবধানে।
বুধবার টেস্টের শেষ দিনে ‘মিশন ইমপসিবল’ এক লক্ষ্য ছিল কিউইদের সামনে। লক্ষ্য ৩৪৫ রান। হাতে ৯ উইকেট। কিন্তু সফরকারীরা ১৯৬ রানে অলআউট!
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১ম ইনিংস: ২২১/১০ এবং ২য় ইনিংস: ৫২৪/৫ (ডিক্লে.) (রাদারফোর্ড ৪০, উইলিয়ামসন ২৪২*, ওয়াটলিং ১৪২*; প্রদিপ ৩/১১৭)।
শ্রীলঙ্কা: ১ম ইনিংস: ৩৫৬/১০ এবং ২য় ইনিংস: ১৯৬/১০ (করুনারত্নে ১৭, সিলভা ৫০, থিরিমান্নে ৬২; ক্রেইগ ৪/৫৩)।
ফল: নিউজিল্যান্ড ১৯৩ রানে জয়ী
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন
Discussion about this post