বিকেএসপির তিন নম্বর মাঠে বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমির কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে আবাহনী। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চার খেলায় আবাহনীর তৃতীয় পরাজয়ের বিপরীতে কলাবাগান ক্রিকেট একাডেমির দ্বিতীয় জয়। বৃষ্টির কারণে দেরি করে খেলা শুরু হয়। ৫০ ওভারের ম্যাচ আকার নেয় ৩৪ ওভারে।
শুরু ভালো না হলেও ফর্মে থাকা মোসাদ্দেক ও মোহামেডানের বিরুদ্ধে মাঠে নেমেই ঝড়ো ব্যাটিং করা কাদম্বির দৃঢ়তায় ১৮৪ রানের লড়িয়ে স্কোর পায় আবাহনী।
২১.২ ওভারে ৮৯ রানে চার টপ অর্ডার সাজঘরে ফেরার পর হাল ধরেন মোসাদ্দেক ও কাদম্বি। পঞ্চম উইকেটে তারা হাত খুলে জুড়ে দেন ৮২ রান (১১ ওভারে)। প্রাইম দোলেশ্বরের সঙ্গে সেঞ্চুরির পর মোহামেডানের বিরুদ্ধে ৭৮ রান করা মোসাদ্দেক আবার হাফসেঞ্চুরি হাঁকান। তার ব্যাট থেকে আসে ৬২ রান (৭৬ বলে)।
কলাবাগানের মিজান ও মাসাকাদজা তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৬৬ রান তুললে ১৯ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলাবাগান একাডেমি। মিজান ৯৪ বলে ৯১ আর মাসাকাদজা ৭২ বলে ৮৫ অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী : ১৮৮/৬, ৩৪ ওভার (নাজিমউদ্দিন ৯, নাফীস ২৬, পারানাভিথানা ১৬, ইন্দিকা ৬, মোসাদ্দেক ৬২, কাদম্বি ৫৩*, আলাউদ্দিন ২, শাহজাদা ১*; দেওয়ান সাব্বির ৩/৪৭, শরীফ ২/৩৪, নাজমুল অপু ১/৩০)। কলাবাগান ক্রিকেট একাডেমি : ১৮৯/২, ৩০.৫ ওভার (মিজানুর রহমান ৯১, সিবান্দা ৫, হ্যামিল্টন মাসাকাদজা ৮৫* মার্শাল ৬*; আল আমিন ১/৩২, নাবিল সামাদ ১/৩৪)। ফল : কলাবাগান ক্রিকেট একাডেমি ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : মিজানুর রহমান।
Discussion about this post