ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উইকেট সব সময় কথা বলে ব্যাটসম্যানদের হয়ে। এবারও তেমন হওয়ারই কথা ছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা পারেনি সে সুবিধা কাজে লাগাতে। যে কারণে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রানেই থামতে হয় সফরকারীদের। জবাব দিতে নেমে শোয়েব মালিকের অসাধাণ ব্যাটিং দৃঢ়তায় স্বাগতিকরা ম্যাচ জিতে যায় ৫ উইকেট ও ৩ বল হাতে রেখে।
শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা অসংখ্য বল নষ্ট করে। যে কারণে পরে আর খোলস ছেড়ে বের হতে পারেননি তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও হারের পেছনে ব্যাটসম্যানদের দায় দেখছেন, ‘লড়াইটা ভালোই হয়েছে। তবে উইকেট ছিল অবাক করার মতো এবং বল যত পুরনো হয়েছে শট খেলা তত কঠিন হয়েছে। তবে আমাদের বোলাররা ভালো করেছে। আমরা অন্তত ১৫ রান কম করেছি আর ফিল্ডিংয়ে বাড়তি বাউন্ডারি উপহার দিয়েছি। কয়েকটা রান আউট ও ক্যাচের সুযোগ নষ্ট করেছি। তবে বিপ্লব ও অন্য পেসাররা ভালো বল করেছে। মাঠে আরও ভালো করতে হবে।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারলেও মাহমুদউল্লাহ পাকিস্তানের আতিথেয়তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, ‘পাকিস্তানের আতিথেয়তা সবসময়ই ভালো। আমরা এটা নিয়ে খুশি। আমরা এখন পরের ম্যাচের অপেক্ষায় আছি।’
প্রথম ম্যাচ হারলেও সিরিজে টিকে থাকার সুযোগ শনিবারই পাচ্ছে বাংলাদেশ। এজন্য আগামী কয়েকঘন্টার মধ্যে হয়তো নিজেদের ভুল শোধরানোর সর্বোচ্চ চেষ্টা করবে টিম টাইগার্স।
Discussion about this post