অনেকেই ভুল করে বসেন! বুঝতে পারেন না কে মেহজাবিন চৌধুরী আবার কে উম্মে আহমেদ? দু’জন দেখতে প্রায় একইরকম। এনিয়ে সাকিব আল হাসানের স্ত্রী শিশির আর অভিনেত্রী মেহজাবিনকে পড়তে হয় বিড়ম্বনায়।
সাকিব একটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করার পর সেই বিড়ম্বনাটা আরো বেশি হচ্ছে। কারন সেখানে তার সঙ্গে সহ-অভিনেত্রী ছিলেন তারই স্ত্রী শিশির। অথচ অনেকেই মেহজাবিন বলে ধরে নিয়েছিলেন।
তাইতো শিশির তার ফেসবুক টাইমলাইনে এনিয়ে মজা করলেন। টিভি অভিনেত্রীেক পাশে নিয়ে একটি ছবি পোস্ট করলেন দিনকয়েক আগে। তাতে দু’জনের ছবি দিয়ে মজা করে লিখলেন- ”অনেক দিন আগে হারিয়ে যাওয়া যমজ বোন”!
যাতে ৩১ হাজারেরও বেশি লাইক এরইমধ্যে পড়েছে।
Discussion about this post