কিছুতেই জয়ের দেখা পাচ্ছে না আবাহনী লিমিটেড। ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে প্রথম ম্যাচ জেতার পর থেকে হেরেই চলছে আকাশি-হলুদ শিবির। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেখ জামালের কাছে ২৮ রানে হেরেছে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশিবার লিগজয়ীরা। পাঁচ খেলায় এ নিয়ে টানা চতুর্থ হার আবাহনীর। আর সমান ম্যাচে শেখ জামালের এটা চতুর্থ জয়।
আগের দিন বৃষ্টির পর আউট ফিল্ড অনুপযুক্ত থাকায় খেলা হতে পারেনি। তবে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নির্বিঘ্নেই হল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শেখ জামাল-আবাহনী লিমিটেডের ম্যাচ। আর তাতে আবাহনীকে ২৮ রানে হারিয়েছে শেখ জামাল।
সকালে টস জিতে আবাহনী ব্যাট করতে আমন্ত্রন জানিয়েছে শেখ জামালকে। তারা ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ২৮২ রান।
এলটন চিগুম্বুরা ৫৪ বল খেলে করেছেন অপরাজিত ৬৯ রান। জহিরুল ইসলামের ব্যাট থেকে এসেছে ৬০ রান। আবাহনীর আলাউদ্দিন বাবুর ১ ওভারে আসে ৩৯ রান। ১০ ওভারে তিনি দিয়েছেন ৯৩। আল আমিন ৩৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে আবাহনী ৪৭.৫ ওভারে অলআউট হয়ে তুলে ২৫৪ রান। ২৮ রানে ম্যাচ জিতে শেখ জামাল। দলের আবুল বাশার ৩২ রান দিয়ে নেন ৪ উইকেট। ৩ উইকেট শফিউল ইসলামের।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল : ২৮২/৯, ৫০ ওভার (জহুরুল ৬০, জুনায়েদ ২০, দিলশান মুনাবিরা ৪২, মুশফিকুর ১৫, গুলবাদিন নাইব ২০, চিগুম্বুরা ৬৯*, আবুল বাশার ১০, নাহিদুল ৯, রাজ্জাক ১৬; আল-আমিন ৪/৩৮, আলাউদ্দিন বাবু ১/৯৩, শামসুল আলম ২/৫২, মোসাদ্দেক ২/৪১।
আবাহনী : ২৫৪/১০, ৪৭.৫ ওভার (নাফীস ৪৮, আল-আমিন-২ ১২, পারানাভিতানা ৫৬, ইন্দিকা ৯, মোসাদ্দেক ৪৩, কান্ডাম্বি ২১, আলাউদ্দিন বাবু ২৪; শফিউল ৩/৫৬, আবুল বাশার ৪/৩২। ফল : শেখ জামাল ২৮ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : আবুল বাশার।
Discussion about this post