এ বছর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে পাকিস্তান। পাশাপাশি অপ্রতিরোধ্য মোহম্মদ হাফিজও। ২০১৩ সালে পাকিস্তান জিতল সপ্তম ওয়ানডে সিরিজ। আর হাফিজ গত ৪ ম্যাচে করলেন ১২২, ৩২, অপরাজিত ১৪০ রান ও ১১৩* রান। বুধবার চতুর্থ ওয়ানডেতে হাফিজের শতরানে শ্রীলঙ্কাকে সহজেই ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান।
৫ ম্যাচের সিরিজে স্বাগতিক দল এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২২৫/১০ (কুশল ৮, দিলশান ৮, সাঙ্গাকারা ৫১, প্রিয়াঞ্জন ৭৪, ম্যাথিউস ৩৮, ভিথানাগে ২৭; আজমল ৪/৩৯, গুল ৩/৩৭, জুনায়েদ ২/৪২)
পাকিস্তান: ৪১.১ ওভারে ২২৬/২ (শারজিল ১৩, শেহজাদ ৪৪, হাফিজ ১১৩*, মাকসুদ ৪৬*; ম্যাথিউস ১/১৫, লাকমল ১/৪৯)
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ হাফিজ।
Discussion about this post