ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজ যেন সাদমান ইসলামের প্রিয় প্রতিপক্ষ। এই দলটির বিপক্ষেই ফিফটি দিয়ে টেস্ট ক্যারিয়ারের শুরু তার। তাদের বিপক্ষে ফিফটি দিয়েই বুধবার সাদমান ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখলেন। টেস্টে ফেরার ম্যাচে দ্বায়িত্বশীল এক ফিফটি উপহার দিলেন এই ওপেনার।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে বুধবার। এই টেস্টে ওপেনার হিসেবে নেমে হাফসেঞ্চুরি পেলেন সাদমান। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে অর্ধশতক তুলে নেন তিনি। ১২৮ বল খেলে স্পর্শ করেন ফিফটি।
এর আগে ২০১৮ সালে মিরপুরে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টেস্টে ৭৬ করেন সাদমান। তারপর ব্যাটে টানা ব্যর্থ। ১০ ইনিংস খেলে ফিফটির দেখা পান নি। ফের ওয়েস্ট ইন্ডিজকে পেয়েই ফিফটি। ২০১৯ সালে ভারত সফরের পর সাদমানের এটিই প্রথম টেস্ট। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিলেন তিনি।
Second Test fifty for Shadman Islam 👏
His third-wicket stand with Mominul Haque has crossed the 50-run mark.#BANvWI ➡️ https://t.co/OYKP4vYfsj pic.twitter.com/wOzkexXFQl
— ICC (@ICC) February 3, 2021
তবে ইনিংসটা বড় হতে পারতো। ৫৯ রানে ফেরেন তিনি। রিভিউ না নিয়ে সাদমানকে হারায় বাংলাদেশ। নন-স্ট্রাইক প্রান্তে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলেছিলেন সাদমান। কিন্তু দু’জন মিলে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও পরে রিপ্লেতে দেখা গেল, রিভিউ নিলে বেঁচে যেতেন সাদমান।
তিনি এলবিডব্লু হয়ে যান জোমেল ওয়ারিকানের বলে। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের ফুল লেংথ বলে সাদমান সুইপ করতে চেয়েও পারেননি। বল লাগে প্যাডে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আবেদনে আম্পায়ারের জানান আউট। অথচ রিভিউ নিলে ভিন্ন কিছুই হতো।
Discussion about this post